বাংলাদেশের মেয়েদের দাপুটে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। প্রতিপক্ষকে গোলে ভাসিয়ে সাফ উইমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করল স্বাগতিক। আজ শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে আফঈদা-মৌসুমীরা ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। বিরতির আগে বাংলাদেশ এগিয়েছিল ৩-০ গোলে।
জোড়া গোল করা শুরু হয় মেসির গেল মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর কলম্বাস এবং ফের মন্টিয়লের বিপক্ষে জোড়া গোলের পর নিউ ল্যান্ডের বিপক্ষেও দুই গোল করে চমকে দেন সবাইকে।
এর ফলে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা।
এর মধ্য দিয়ে ওয়ানডেতে জয়ের খরাও কাটল। গত নভেম্বরে আফগানিস্তানকে হারানোর পর টানা সাত ম্যাচ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে মিরাজ-শান্তদের। প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত মিলল জয়ের দেখা।