স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলছেন, ‘সংস্কার আগে নিজের ভেতরে করতে হবে। তারপর স্বাস্থ্য খাত সংস্কারে উদ্যোগ নিতে হবে, না হলে শুধু রাজা বদল হবে, অবস্থা বদলাবে না।’
গ্রীষ্মের শেষভাগের এই তীব্র খরতাপে জনজীবন বিপর্যস্ত। এ পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
আইসিডিডিআর,বি বলছে, জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় সম্ভাব্য কার্যকর চিকিৎসা পদ্ধতির নির্দেশনাও যুক্ত থাকবে। ফলে বাংলাদেশের ক্যান্সার বিশেষজ্ঞদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে বলা আশা করা যায়।
উপদেষ্টা বলেন, বাংলাদেশকে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ করে দেবে চীন। দেশের উত্তরাঞ্চলে এ হাসপাতালটি স্থাপন করা হবে। চীন-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটি উপহার হিসেবে এ হাসপাতালটি নির্মাণে অর্থায়ন করবে।