বক্তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।
বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মঞ্চ’র কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান
এ আয়োজনে বর্ণাঢ্য র্যালিসহ বির্তক ও ক্যারিয়ারবিষয়ক কর্মশালা, তথ্যচিত্র প্রদর্শনী, সংসদীয় ও বারোয়ারি বিতর্ক, পাবলিক স্পিকিং, কুইজ কম্পিটিশন, আঞ্চলিক বিতর্ক এবং প্ল্যানচেট ডিবেটের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীন বলেন, সমাজের অবহেলিত শিশুদেরকে উচ্চ শ্রেণির শিশুদের সঙ্গে মানবিক সব স্তরের বৈষম্য দূর করাই আমাদের লক্ষ্য।