ক্রীড়া ডেস্ক
এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা।
শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষকে এতটুকুও ছাড় দেননি পিটার বাটলার। সেরা একাদশ অপরিবর্তিত রেখে দলকে মাঠে নামান। ফল মেলে হাতেনাতেই। প্রথমার্ধেই সাত গোল! দ্বিতীয়ার্ধে আর গোল না হলে তিন ম্যাচে ১৬ গোল নিয়ে বাছাই শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের। তিন ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র একটি।
তুর্কমেনিস্তান ম্যাচে দলের বড় জয়ের পথে জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পেয়েছেন স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন।
গোল উৎসব শুরু হয় চতুর্থ মিনিটে। তহুরার কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলকিপার ফেরালে বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের ১৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার জুনিয়র। ডান দিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়ায় একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা।
১৭ মিনিটে বক্সের অনেকটা বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। গোলরক্ষক অবশ্য বলের লাইনেই ছিলেন, তবুও তার হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই গোলরক্ষক আইশা আমানবেরদুয়েভাকে তুলে নেন কোচ। তার পরিবর্তে মাঠে নামান এলনুরা মাকসুয়েতোভাকে।
তাতেও লাভ হয়নি তুর্কমেনিস্তানের। পোস্টের নিচে এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে টোকা দেন তহুরা।
৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে বাম পায়ে শট নেন তিনিই। বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায় বল। ব্যবধান বেড়ে হয় ৭-০।
প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলে দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন একটা মরিয়া হতে দেখা যায়নি পিটার বাটলারের শিষ্যদের। বেশ কয়েকজনকে বদলও করা হয়। তারপরও কয়েকটি ভালো সুযোগ আসে। তবে সেগুলো গোলে রূপ নেয়নি আর৷ প্রথমার্ধের ৭ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
বাছাই পর্বে তিন ম্যাচেই জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। সেখানে প্রত্যাশাতীত কিছু করে ফেলতে পারলে মেয়েদর বিশ্বকাপ ফুটবলের হাতছানিও রয়েছে।
এশিয়ান কাপের বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা।
শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াংগুনে ‘সি’ গ্রুপে তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষকে এতটুকুও ছাড় দেননি পিটার বাটলার। সেরা একাদশ অপরিবর্তিত রেখে দলকে মাঠে নামান। ফল মেলে হাতেনাতেই। প্রথমার্ধেই সাত গোল! দ্বিতীয়ার্ধে আর গোল না হলে তিন ম্যাচে ১৬ গোল নিয়ে বাছাই শেষ হলো লাল-সবুজের প্রতিনিধিদের। তিন ম্যাচে তারা গোল হজম করেছে মাত্র একটি।
তুর্কমেনিস্তান ম্যাচে দলের বড় জয়ের পথে জোড়া গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। একবার করে জালের দেখা পেয়েছেন স্বপ্না রানী, মনিকা চাকমা ও তহুরা খাতুন।
গোল উৎসব শুরু হয় চতুর্থ মিনিটে। তহুরার কাট ব্যাকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না। দুই মিনিট পরই ব্যবধান হয় দ্বিগুণ। সতীর্থের ক্রসে আফঈদার হেড গোলকিপার ফেরালে বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত টোকায় জালে বল জড়ান শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের ১৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার জুনিয়র। ডান দিক থেকে শামসুন্নাহার সিনিয়রের ক্রস ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক, আলগা বল অনায়াসে জালে পাঠান জুনিয়র। একটু পরই বক্সের ওপরে বল পেয়ে প্রথম ছোঁয়ায় একটু এগিয়ে দৃষ্টিনন্দন শটে স্কোরলাইন ৪-০ করেন মনিকা।
১৭ মিনিটে বক্সের অনেকটা বাইরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ঋতুপর্ণা। গোলরক্ষক অবশ্য বলের লাইনেই ছিলেন, তবুও তার হাত ফসকে বল জড়ায় জালে। এই গোলের পরই গোলরক্ষক আইশা আমানবেরদুয়েভাকে তুলে নেন কোচ। তার পরিবর্তে মাঠে নামান এলনুরা মাকসুয়েতোভাকে।
তাতেও লাভ হয়নি তুর্কমেনিস্তানের। পোস্টের নিচে এসেই গোল হজম করেন এলনুরা। আক্রমণ ফিরিয়ে দেওয়ার সুযোগ পেলেও ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। ছুটে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান ঋতুপর্ণা। গোলমুখ থেকে টোকা দেন তহুরা।
৩৫তম মিনিটে ঋতুপর্ণার শট ক্রসবারে লেগে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর বক্সের ঠিক ওপর থেকে বাম পায়ে শট নেন তিনিই। বাঁক খেয়ে গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়ায় বল। ব্যবধান বেড়ে হয় ৭-০।
প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলে দ্বিতীয়ার্ধে গোলের জন্য তেমন একটা মরিয়া হতে দেখা যায়নি পিটার বাটলারের শিষ্যদের। বেশ কয়েকজনকে বদলও করা হয়। তারপরও কয়েকটি ভালো সুযোগ আসে। তবে সেগুলো গোলে রূপ নেয়নি আর৷ প্রথমার্ধের ৭ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।
বাছাই পর্বে তিন ম্যাচেই জয় নিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। সেখানে প্রত্যাশাতীত কিছু করে ফেলতে পারলে মেয়েদর বিশ্বকাপ ফুটবলের হাতছানিও রয়েছে।
টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। জীবিতদের অনুসন্ধানে এখনো উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।
৩ ঘণ্টা আগেদক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
৩ ঘণ্টা আগেবক্তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।
১৩ ঘণ্টা আগেএর মধ্য দিয়ে ওয়ানডেতে জয়ের খরাও কাটল। গত নভেম্বরে আফগানিস্তানকে হারানোর পর টানা সাত ম্যাচ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে মিরাজ-শান্তদের। প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত মিলল জয়ের দেখা।
১৪ ঘণ্টা আগে