ওয়ানডেতে ৭ ম্যাচ পর জয়, সিরিজে ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০১: ০৯
দ্বিতীয় ওয়ানডেতে জয়ে সিরিযে সমতায় ফিরেছে বাংলাদেশ। ছবি: শ্রীলংকা ক্রিকেট বোর্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৪৮ রানের লড়াকু সংগ্রহের পর স্পিনারদের ওপর ভর করে ২৩২ রানে আটকে দিয়েছে স্বাগতিকদের। তাতেই ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

এর মধ্য দিয়ে ওয়ানডেতে জয়ের খরাও কাটল। গত নভেম্বরে আফগানিস্তানকে হারানোর পর টানা সাত ম্যাচ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে মিরাজ-শান্তদের। প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ পর্যন্ত মিলল জয়ের দেখা।

শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১০ রানেই বিদায় নেন তানজিদ হাসান। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন আর নাজমুল হোসেন শান্ত ৬৩ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ১৪ রান করে বিদায় নেন শান্ত।

এরপর আর বড় কোনো জুটি হয়নি৷ ৩৭, ১৬, ৩৩ ও ৪৫ রানের চারটি ছোট জুটিতে ২০০ পেরোয় বাংলাদেশ। মুস্তাফিজ আর তানজিম সাকিবের শেষ উইকেটে ৩০ রানের জুটিতে আড়াই শ রানের কাছে গিয়ে ইনিংস থামে। তখনো খেলা বাকি ছিল ২৬ বল।

ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৭ করেছেন ইমন৷ হাফ সেঞ্চুরি পেয়েছেন তৌহিদ হৃদয়ও (৫১)। মেহেদী মিরাজ ৯, শামীম হোসেন ২২ আর জাকের আলী করেন ২৪ রান। শেষ দিকে ২১ বলে ৩৩ রানের এক ক্যামিওতে দলকে লড়াকু পুঁজি এনে দেন তানজিম সাকিব।

৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে শ্রীলংকার সেরা বোলার আসিথা ফার্নান্দো। উইনেন্দু হাসারাঙ্গা নিয়েছেন ৬০ রানে ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন দুশ্মন্ত চামিরা ও চারিথা আসালঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটাও ভালো হয়নি। স্কোরবোর্ডে ৬ রান জমা হতেই পাথুম নিশাঙ্কা এলবিডব্লিউ হতে হয় যান তানজিম সাকিবের বলে। আরেক ওপেনার নিশান মাদুশকাকে নিয়ে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন কুশল মেন্ডিস। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে চাপও তৈরি করেছিলেন মেন্ডিস।

১০ ওভারের পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শ্রীলংকা ৭৫ রান তুলে ফেলে। সেখান থেকে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানভীর ইসলাম। পরপর দুই ওভারে তুলে নেন মাদুশকা আর মেন্ডিসকে। এরপর বাংলাদেশি স্পিনাররা চেপে ধরেন লংকান ব্যাটারদের। সে চাপ থেকে মুক্তি মেলেনি আর।

১৭ বলে ৬ রান করা চারিথ আসালাঙ্কাকে তানভীর ইসলামের তালুবন্দি করে ফেরান শামীম হোসেন পাটওয়ারী। কামিন্দু মেন্ডিস থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৩৩ রান। তানভীরের বলে মিরাজের হাতে ক্যাচ দেন তিনি।

দুনিথ ভেল্লালাগে সাজঘরে ফেরেন ১ রান করে। জাকের আলীর ক্যাচ বানিয়ে তাকে ফেরান তানভীর ইসলাম। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১৩ রান। মহেশ থিকশানা আউট হন ১২ বলে ২ রান করে। তানভীরের বলে বদলি নামা রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। থিকসানা ছিলেন তানভীরের পঞ্চম শিকার।

বাংলাদেশি তিন স্পিনারের আঁটোসাটো বোলিং আর নিয়মিত উইকেট পতনে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে বসে লংকানরা। তখন মনে হচ্ছিল তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। তবে জানিথ লিয়ানাগে ঘুরে দাঁড়িয়ে টাইগার শিবিরে শঙ্কা ছড়ান। এক পাশ আগলে রেখে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন চামিরা।

লিয়ানাগে একাই খেলেন ৮৫ বলে ৭৮ রানের দুর্দান্ত এক ইনিংস। জয় থেকে যখন মাত্র ২১ রান দূরে শ্রীলংকা, ঠিক সেই সময় লিয়ানাগের উইকেট তুলে নিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর তানজিম সাকিবের বলে চামিরা বোল্ড আউট হলে ৭ বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

তাতেই ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন তানভীর ইসলাম। তানজিম সাকিব নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ ও শামীম পাটওয়ারী নিয়েছেন একটি করে উইকেট।

আগামী মঙ্গলবার (৮ জুলাই) পাল্লেকেলে স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ বিজয়ী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ৫০

টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। জীবিতদের অনুসন্ধানে এখনো উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন।

২ ঘণ্টা আগে

৩ বিভাগে প্রবল বর্ষণ, পাহাড়ে ধসের শঙ্কা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

৩ ঘণ্টা আগে

নতুন বাংলাদেশে নাটোরকে এগিয়ে নেওয়ার আহ্বান

বক্তারা বলেন, নাটোর এখনো দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে রয়েছে। জেলায় বড় কোনো শিল্প কারখানা নেই। গ্যাস সংযোগ না থাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। নাটোরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ঢাকায় কর্মরত সাংবাদিকদের লেখালেখির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অতিথিরা।

১২ ঘণ্টা আগে

তুর্কমেনিস্তানের জালেও ৭ গোল মেয়েদের

এর ফলে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে র‍্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্ব আগেই নিশ্চিত করেছিল শামসুন্নাহার-ঋতুপর্ণারা।

১৩ ঘণ্টা আগে