নজরকাড়া পারফরম্যান্সে রেকর্ড গড়লেন মেসি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৫: ৩৯

বয়স যেন কোনো বাধাই না লিওনেল মেসির কাছে। এখনও খেলে যাচ্ছেন তারুণ্যের উদ্দীপনা নিয়েই। করছেন নজরকাড়া পারফরম্যান্সও। মেজর লিগ সকারে (এমএলএস) যেমন টানা চতুর্থ ম্যাচে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি।

নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির নায়কও তিনি। মেজর মেসিই একমাত্র খেলোয়াড় যিনি কিনা টানা ৪ ম্যাচেই পেয়েছেন জোড়া গোলের দেখা।

জোড়া গোল করা শুরু হয় মেসির গেল মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর কলম্বাস এবং ফের মন্টিয়লের বিপক্ষে জোড়া গোলের পর নিউ ল্যান্ডের বিপক্ষেও দুই গোল করে চমকে দেন সবাইকে।

দারুণ এই কীর্তিতে তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে। কেননা, তিনি ছাড়া কেউই এর আগেই টানা ৪ ম্যাচে জোড়া গোল করতে পারেননি মেজর লিগ সকারে। আর্জেন্টাইন তারকার এমন দাপুটে পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত আছে মায়ামিও। জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।

নিউ ল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই এসেছে গোল দুটি। জিলেট স্টেডিয়ামে ২৭ মিনিটে করা গোলটি আসে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে।

দ্বিতীয় গোলটি করেন বার্সা সতীর্থ সার্জিও বুস্কেটসের লং পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ৩৮ মিনিটে। ৩৮ বছর বয়সেও এমন ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সবকিছু বিবেচনা করেই শাপলাকে প্রতীকের তালিকায় রাখা হয়নি’

নির্বাচন কমিশনার বলেন, দুটি দলই নিজেদের নির্বাচনি প্রতীকে প্রথম পছন্দ হিসেবে শাপলা চেয়েছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করেই শাপলাকে প্রতীকের তালিকাভুক্ত করেনি। এই হলো ফাইনাল কথা।

৬ ঘণ্টা আগে

এসএসসি পরীক্ষায় এবার ‘গ্রেস মার্কস’ দেওয়া হয়নি: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

অধ্যাপক এহসানুল কবির বলেন, আমরা যে ফল প্রকাশ করেছি, সেটিই প্রকৃত ফল। উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়নের পর যেটি এসেছে, সেটিই দেওয়া হয়েছে। কোনো অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়নি।

৮ ঘণ্টা আগে

জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ২৯

৮ ঘণ্টা আগে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু শুক্রবার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদনপ্র ক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই)। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

৮ ঘণ্টা আগে