রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত An-24 বিমানটির কোন আরোহী বেঁচে নেই। অবতরণের সময় আগুন ধরে ঘটনাস্থলে সবার মৃত্যু হয়েছে। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র বার্তাসংস্থা তাস কে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এএন-২৪ মডেলের ওই উড়োজাহাজের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছে না এয়ার ট্রাফিক কন্ট্রোল।
রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর নতুন এই কূটনৈতিক উদ্যোগ নিল যুদ্ধবিধ্বস্ত দেশটি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেছেন, পশ্চিমা চাপ সামলানোর মতো যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা রাশিয়ার রয়েছে বলে বিশ্বাস করেন পুতিন।