জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সত্য নয়: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৯: ২৪
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাঁয়ে) ও নাহিদ ইসলাম (ডানে)

জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব পাননি বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সত্য নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনের পর রাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন তারা। উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম এসব তথ্য জানান। সেখানেই জাতীয় সরকার নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন।

নাহিদ জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে উপদেষ্টা পরিষদেও জায়গা পান তিনি। পরে গত ফেব্রুয়ারিতে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।

নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন— জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয় নাই। তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিলেন। এই বক্তব্যটি সত্য নয়।

ওই সময়কার ঘটনাপ্রবাহ বিস্তারিত তুলে ধরে নাহিদ লিখেছেন, ৫ অগাস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম, আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল।

নাহিদ বলেন, তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ড. মুহম্মদ ইউনূসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে।

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বাসায় আমরা উনার সঙ্গে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি। উপদেষ্টা পরিষদ শপথ নেওয়ার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে আলোচনা/পর্যালোচনা হয়।

এর আগে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অভ্যুত্থান-পরবর্তী ও সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথাবার্তা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই তিনি বলেছিলেন, ৫ আগস্টের পর ছাত্রদের কাছ থেকে জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি পায়নি।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সরকার গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবে বিএনপি রাজি হয়নি কেন— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, (বৈষম্যবিরোধী) ছাত্রদের নেতাদের সঙ্গে ওই ৫ আগস্টের পর, জাস্ট ওই দিনই বা তার পরের দিন আমাদের কোনো দেখাই হয়নি। আমাদের কাছে এই প্রস্তাব আসেইনি। এই প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি, অন্য মহল থেকে আসতে পারে। কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি জাতীয় সরকার তৈরি করার।

অন্য মহল থেকে আসা প্রস্তাবটা বিএনপি গ্রহণ করল না কেন— এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে অভিজ্ঞতা; যে সময়ে মুহূর্তে মুহূর্তে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে, সেই সময়ে যদি আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করি, আমি এখনো বলছি, আমরা ওই গভর্নমেন্টকে সাত দিনও টেকাতে পারতাম না। প্রত্যেকে একেক মন নিয়ে থাকত, ন্যাশনাল গভর্নমেন্ট টিকত না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যেই: মাহফুজ

আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে নতুন শুল্কহার, সরকারকে ফখরুলের ধন্যবাদ

দর কষাকষি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণকে ‘দেশের জন্য ভালো খবর’ বলে অবিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।

৬ ঘণ্টা আগে

‘আ. লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলেই ফ্যাসিবাদ থেকে মুক্তি মিলবে’

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ভয়ংকর একটা ফ্যাসিবাদ থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। আওয়ামী ফ্যাসিস্টরা এ দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করুন। তারা যেন আর কোনোদিন ফিরে আসতে না পারে,

১৮ ঘণ্টা আগে

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির শীর্ষ দুই নেতা, দিলেন সংহতির বার্তা

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, আপনারা জানেন, বিএনপির নেতৃত্বেই বিগত ১৬ বছর ধরে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহীদ, বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলার শিকার হয়েছে বিএনপি। সবাইকে সাথে নিয়ে বিএনপি এ লড়াই-সংগ্রাম চালিয়ে গেছে।

১৮ ঘণ্টা আগে