ডেস্ক, রাজনীতি ডটকম
রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দূরপ্রাচ্যে আঘাত হানা ভূমিকম্পে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে জাপান, ইকুয়েডরসহ একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করেছে।
বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্পের পর প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত করেছে।
এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণপূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৯ ও ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।
এদিকে জাপানও পূর্ব উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশির ভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে।
লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে।
রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দূরপ্রাচ্যে আঘাত হানা ভূমিকম্পে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে জাপান, ইকুয়েডরসহ একাধিক দেশ সুনামি সতর্কতা জারি করেছে।
বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে এই ভূমিকম্পের পর প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত করেছে।
এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণপূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৯ ও ৬ দশমিক ৩ মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপান ও যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এ ছাড়া জাপানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের কর্মকর্তারাও জানিয়েছেন, তাদের উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।
ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই সঠিক।
এদিকে জাপানও পূর্ব উপকূলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব উপকূলের বেশির ভাগ অংশে সুনামির সতর্কতা জারি করেছে।
লোকজনকে সৈকত থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে স্থানীয় সময় সকাল ১০টা থেকে হোক্কাইডোর উত্তরে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ শুরু হতে পারে এবং ধীরে ধীরে সেটি দক্ষিণে সরে যেতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
২ দিন আগেজার্মানিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও আরও অনেকে গুরুতর আহত হয়েছেন।
৩ দিন আগেমধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন সরকারের অধীনে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩ দিন আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নতুন করে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যেই নতুন এই হুমকি দেন।
৩ দিন আগে