যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সেপ্টেম্বরে সংসদ নির্বাচন

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০: ৩২
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন সরকারের অধীনে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার (২৮ জুলাই) কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন ব্যবস্থাপনা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ সরাসরি নিয়োগ দেবেন। আর বাকি আসনগুলোতে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানান, ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল-দাঘিম সম্প্রতি এরেম নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনগুলোতে ভোট প্রদান করবে।

এর আগে, গত মার্চে শারাআ একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, যাতে একটি ‘জনগণের কমিটি’ গঠনের কথা বলা হয়। পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত এটিই অস্থায়ী সংসদ হিসেবে কাজ করবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।

সিরিয়ায় এমন সময় নির্বাচনের ঘোষণা এল, যখন দেশজুড়ে নতুন সরকার নিয়ে মতবিরোধ বাড়ছে। চলতি মাসের শুরুতে সুয়েদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ নিহত হন। এটি দেশটির যুদ্ধোত্তর উত্তরণ প্রক্রিয়াকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আরও কঠোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়মে

দ্য নিউইয়র্ক টাইমস-কে এডলো জানান, বর্তমানে (নাগরিকত্ব পাওয়ার) পরীক্ষাটি খুব কঠিন নয়। খুব সহজেই উত্তর মুখস্থ করে পাস করা যায়। এতে আমরা প্রকৃত আইনের চেতনাকে অনুসরণ করছি না বলেই মনে হয়।

২ দিন আগে

গিরিয়ার যুদ্ধ এবং আলীবর্দী খাঁর উত্থান

গিরিয়ার যুদ্ধ মূলত বাংলার ক্ষমতা কাঠামো ও প্রশাসনিক নেতৃত্বে আমূল পরিবর্তন এনে দেয়। শাসন, রাজনীতি, সামরিক কৌশল ও কূটনীতির ইতিহাসে এই যুদ্ধ এক নতুন দৃষ্টান্ত তৈরি করে।

২ দিন আগে

প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগ দাবিতে উত্তাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। বিশাল সমাবেশে অংশ নিয়ে ‘তুরুন আনোয়ার' (সরে যাও আনোয়ার) স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা।

২ দিন আগে

যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সীমান্তে তিনদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় প্রতিবেশী এই দুই দেশ।

২ দিন আগে