শাপলা প্রতীক নিয়ে ইসির ব্যাখ্যা অগ্রহণযোগ্য: নাহিদ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১২: ১৮
নাহিদ ইসলাম। ফাইল ছবি

'শাপলা' প্রতীককে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে ইসির ব্যাখ্যাকে অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেছেন তিনি।

বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বাদ দেয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

এ সময় নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করেন তিনি।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে না।

সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি ও নাগরিক ঐক্য।

এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ তিনটি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য দুটি প্রতীক হলো কলম ও মোবাইল ফোন।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগের ৬৯টি থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি

তিনি বলেন, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে আইন আছে। তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২ দিন আগে

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফরিদা পারভীন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া, দেশের মানুষের ভালোবাসায় আবদ্ধ এক মহান শিল্পী।

২ দিন আগে

সীমান্ত হত্যা আমরা কখনোই মেনে নেব না: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার লঙ্ঘিত হয়েছে। আমাদের পানির ন্যায্যহিস্যা দেওয়া হয়নি। অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে বারবার বাংলাদেশকে অবদমন করা হয়েছে।’

২ দিন আগে

তৃণমূল ঐক্যবদ্ধভাবে জিএম কাদেরের পাশে : জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দলের তৃণমূল নেতা-কর্মীরা সবসময় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পাশে ছিলেন এবং আছেন। তিনি বলেন, “বিগত সময়েও কিছু সিনিয়র নেতা বেঈমানি করলেও তৃণমূল কখনোই দল ছেড়ে যায়নি। গেল ২৫ জুন ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে নেতা-কর্মীরা জিএম কাদেরের প

২ দিন আগে