ডেস্ক, রাজনীতি ডটকম
আজকাল রোবট শব্দটা শুনেননি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সিনেমা, বিজ্ঞাপন, বা খবর—সবখানে রোবট নিয়ে আলোচনার ঝড়। তবে ‘কোবট’ শব্দটা অনেকের কাছেই এখনও নতুন। আসলে এই ‘কোবট’ হল রোবটেরই আরেক আধুনিক ও উন্নত রূপ, যার মূল কাজ হচ্ছে মানুষের পাশে থেকে সহযোগিতা করা।
কোবট কী?
‘কোবট’ শব্দটি এসেছে ‘কোলাবোরেটিভ রোবট’ থেকে। বাংলায় এর মানে দাঁড়ায় ‘সহযোগিতামূলক রোবট’। এই রোবটগুলো মানুষের সঙ্গে মিলে কাজ করতে পারে, যেন একসঙ্গে কোনো প্রকল্প শেষ করছে দুইজন সহকর্মী। তবে পার্থক্য হলো, একদিকে মানুষ—অন্যদিকে রোবট!
কোবটের নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে তারা মানুষের কাজের সহায়ক হয়, কিন্তু কোনোভাবেই বিপদজনক না হয়। এদের শরীরে থাকে আধুনিক সেন্সর, ক্যামেরা, এবং নিরাপত্তাব্যবস্থা, যা মানুষের গতিবিধি বুঝে নিয়ে নিজেকে সেই অনুযায়ী পরিচালনা করে।
কোথায় কোথায় কাজ করে কোবট?
কোবট সাধারণত সেই কাজগুলো করে যেগুলো একঘেয়ে, সময়সাপেক্ষ, বা শারীরিকভাবে কষ্টদায়ক। যেমন—ছোট যন্ত্রাংশ জোড়া লাগানো, প্যাকেটজাতকরণ, বা কোনো ভারী জিনিসপত্র সরানো। বড় বড় কারখানায়, গাড়ি তৈরির ইউনিটে কিংবা ওয়্যারহাউসে এদের দেখা মেলে।
তিন ধরণের কোবট রয়েছে কাজের ধরন অনুযায়ী:
আলট্রালাইটওয়েট কোবট – ছোট, হালকা ও সহজে ব্যবহারযোগ্য। ছোট ছোট কাজের জন্য আদর্শ।
ইন্ডাস্ট্রিয়াল কোবট – শক্তিশালী এবং ভারী কাজের জন্য উপযুক্ত। যেমন, মেশিনে যন্ত্রাংশ স্থাপন।
মোবাইল কোবট – এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে পারে। যেমন, পণ্য পরিবহন বা গুদামে জিনিস গুছানো।
কোবটের সুবিধাগুলো কী?
কোবটের সবচেয়ে বড় সুবিধা হলো, মানুষের পাশে থেকে কাজ করতে পারা, অথচ নিরাপদ থাকা। এরা ভুল করে কম, বিরক্ত হয় না, ক্লান্তও হয় না!
কোবটের কিছু সমস্যা
যদিও কোবট অনেক সুবিধা দেয়, তবুও কিছু সমস্যা এখনো আছে। যেমন:
বিশেষজ্ঞরা বলছেন, কোবটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। শুধু কারখানা নয়, স্বাস্থ্যসেবা, নির্মাণ, পরিবহন—এসব খাতে কোবট বিপ্লব ঘটাবে। যেমন, হাসপাতালে নার্সদের সহকারী হিসেবে কোবট রোগীর দেখভাল করতে পারবে। বিল্ডিং তৈরি বা রাস্তাঘাটে ভারী মাল পরিবহনেও কোবট ব্যবহার বাড়বে।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কোবট হবে আরও বুদ্ধিমান, আরও কম খরচে তৈরি, এবং ব্যবহারেও আরও সহজ। তখন শুধু বড় কোম্পানিই নয়, ছোট ছোট ব্যবসাও কোবট ব্যবহার করতে পারবে।
সব দিক বিবেচনায়, কোবট হচ্ছে এমন এক রোবট যা মানুষের সহযোগী হয়ে কাজ করতে পারে—সহকর্মীর মতো। এটা শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং মানব-রোবট যৌথভাবে কাজ করার এক নতুন দিগন্ত।
যেখানে মানুষ দক্ষতা আর আবেগ নিয়ে কাজ করে, সেখানে কোবট যুক্ত হবে নিরবিচারে, নির্ভুল কর্মক্ষমতা দিয়ে। ফলে উৎপাদন বাড়বে, সময় কমবে, কাজ হবে আরও নিরাপদ।
সত্যি বলতে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে মানুষ আর কোবট একসঙ্গেই থাকবে—হাতে হাত রেখে নয়, তবে কাজের জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে।
সূত্র: পপুলার মেকানিকস
আজকাল রোবট শব্দটা শুনেননি, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। সিনেমা, বিজ্ঞাপন, বা খবর—সবখানে রোবট নিয়ে আলোচনার ঝড়। তবে ‘কোবট’ শব্দটা অনেকের কাছেই এখনও নতুন। আসলে এই ‘কোবট’ হল রোবটেরই আরেক আধুনিক ও উন্নত রূপ, যার মূল কাজ হচ্ছে মানুষের পাশে থেকে সহযোগিতা করা।
কোবট কী?
‘কোবট’ শব্দটি এসেছে ‘কোলাবোরেটিভ রোবট’ থেকে। বাংলায় এর মানে দাঁড়ায় ‘সহযোগিতামূলক রোবট’। এই রোবটগুলো মানুষের সঙ্গে মিলে কাজ করতে পারে, যেন একসঙ্গে কোনো প্রকল্প শেষ করছে দুইজন সহকর্মী। তবে পার্থক্য হলো, একদিকে মানুষ—অন্যদিকে রোবট!
কোবটের নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে তারা মানুষের কাজের সহায়ক হয়, কিন্তু কোনোভাবেই বিপদজনক না হয়। এদের শরীরে থাকে আধুনিক সেন্সর, ক্যামেরা, এবং নিরাপত্তাব্যবস্থা, যা মানুষের গতিবিধি বুঝে নিয়ে নিজেকে সেই অনুযায়ী পরিচালনা করে।
কোথায় কোথায় কাজ করে কোবট?
কোবট সাধারণত সেই কাজগুলো করে যেগুলো একঘেয়ে, সময়সাপেক্ষ, বা শারীরিকভাবে কষ্টদায়ক। যেমন—ছোট যন্ত্রাংশ জোড়া লাগানো, প্যাকেটজাতকরণ, বা কোনো ভারী জিনিসপত্র সরানো। বড় বড় কারখানায়, গাড়ি তৈরির ইউনিটে কিংবা ওয়্যারহাউসে এদের দেখা মেলে।
তিন ধরণের কোবট রয়েছে কাজের ধরন অনুযায়ী:
আলট্রালাইটওয়েট কোবট – ছোট, হালকা ও সহজে ব্যবহারযোগ্য। ছোট ছোট কাজের জন্য আদর্শ।
ইন্ডাস্ট্রিয়াল কোবট – শক্তিশালী এবং ভারী কাজের জন্য উপযুক্ত। যেমন, মেশিনে যন্ত্রাংশ স্থাপন।
মোবাইল কোবট – এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে পারে। যেমন, পণ্য পরিবহন বা গুদামে জিনিস গুছানো।
কোবটের সুবিধাগুলো কী?
কোবটের সবচেয়ে বড় সুবিধা হলো, মানুষের পাশে থেকে কাজ করতে পারা, অথচ নিরাপদ থাকা। এরা ভুল করে কম, বিরক্ত হয় না, ক্লান্তও হয় না!
কোবটের কিছু সমস্যা
যদিও কোবট অনেক সুবিধা দেয়, তবুও কিছু সমস্যা এখনো আছে। যেমন:
বিশেষজ্ঞরা বলছেন, কোবটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। শুধু কারখানা নয়, স্বাস্থ্যসেবা, নির্মাণ, পরিবহন—এসব খাতে কোবট বিপ্লব ঘটাবে। যেমন, হাসপাতালে নার্সদের সহকারী হিসেবে কোবট রোগীর দেখভাল করতে পারবে। বিল্ডিং তৈরি বা রাস্তাঘাটে ভারী মাল পরিবহনেও কোবট ব্যবহার বাড়বে।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কোবট হবে আরও বুদ্ধিমান, আরও কম খরচে তৈরি, এবং ব্যবহারেও আরও সহজ। তখন শুধু বড় কোম্পানিই নয়, ছোট ছোট ব্যবসাও কোবট ব্যবহার করতে পারবে।
সব দিক বিবেচনায়, কোবট হচ্ছে এমন এক রোবট যা মানুষের সহযোগী হয়ে কাজ করতে পারে—সহকর্মীর মতো। এটা শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং মানব-রোবট যৌথভাবে কাজ করার এক নতুন দিগন্ত।
যেখানে মানুষ দক্ষতা আর আবেগ নিয়ে কাজ করে, সেখানে কোবট যুক্ত হবে নিরবিচারে, নির্ভুল কর্মক্ষমতা দিয়ে। ফলে উৎপাদন বাড়বে, সময় কমবে, কাজ হবে আরও নিরাপদ।
সত্যি বলতে, ভবিষ্যতের কর্মক্ষেত্রে মানুষ আর কোবট একসঙ্গেই থাকবে—হাতে হাত রেখে নয়, তবে কাজের জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে।
সূত্র: পপুলার মেকানিকস
অচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ
১ দিন আগেথাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো
১ দিন আগেশরৎকালে দিন আর রাতের তাপমাত্রার ব্যবধান বাড়তে শুরু করে। দিনে থাকে হালকা রোদ, আর রাতে আসে শীতলতা। এই পরিবর্তিত আবহাওয়া কাশগাছের ভেতরে হরমোনের মতো কিছু রাসায়নিক প্রক্রিয়া চালু করে, যা ফুল ফোটার সংকেত দেয়। উদ্ভিদতত্ত্বের গবেষকরা বলেন, প্রতিটি গাছেরই একটা নির্দিষ্ট "ফোটার মৌসুম" থাকে। কাশফুলের জন্য সেই
১ দিন আগেআবহাওয়াবিদদের ভাষায় নিম্নচাপ হলো একটি এমন আবহাওয়াগত পরিস্থিতি যেখানে বাতাসের চাপ চারপাশের তুলনায় কম হয়ে যায়। সাধারণত পৃথিবীর যেকোনো স্থানে বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়।
১ দিন আগে