বিজ্ঞান

সবচেয়ে বড় মাছ

অরুণ কুমার
প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৭: ৩৫
হোয়েল শার্ক

মাছেভাতে বাঙালি আমরা। কতশত মাছ প্রতিদিন আমাদের পাতে ওঠে। নখের সমান কাচকি থেকে বিশাল বিশাল সামুদ্রিক মাছ আমাদের ভোজনবিলাসের উপাদন হয়। কিন্তু সবচেয়ে বড় মাছ কোনটি, সেটা কি জানেন?

না, তিমি মাছ নয়। সমুদ্রের পানিতে বাস করলেও এটা স্তন্যপায়ী প্রাণী। মাছেরা স্তন্যপায়ী নয়। এরা ডিম পাড়ে। তিমি, ডলফিনের মতো প্রাণীরা ডিম পাড়ে না। এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়।

বাচ্চাকে দুধ পানও করায়। অন্যদিকে চেহারায় কিছুটা মিল থাকলেও হাঙর কিন্তু মাছ। হাঙরের তো আর একটা প্রজতি নয়। শত প্রজাতি রয়েছে এদের।

তারমধ্যে কোনটা বড়? এই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই জানা যাবে পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটা?

পৃথিবীর সবচেয়ে বড় মাছটি ২০ মিটার লম্বা আর ওজনে প্রায় উনিশ টন। সবচেয়ে বড় মাছ হওয়ার জন্য আর কী চাই! বছর দশেক আগে কাতারের গবেষকরা এই মাপের এক মাছের কথা নিশ্চিত করেন। এই মাছটার নামও অদ্ভুত। হোয়েল শার্ক বা তিমি-হাঙর। কাতারের জীববিজ্ঞানীরা গালফ উপসাগরে হোয়েল শার্কের শরীরে স্যাটেলাইট লাগিয়ে এই গবেষণা চালান।

সেই গবেষণা থেকেই জানা যায় এটাই বিশ্বের সবচেয়ে বড় মাছ।

সূত্র : বিবিসি নেচার

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

দেশে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

১ দিন আগে

প্রথম অথবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট: কতটা বদলেছে সেবার চিত্র?

ওয়েবসাইটে ফি এবং প্রক্রিয়াকরণের সময় দুইজনের কারও চোখই এড়ায় না স্পষ্টভাবে উল্লেখ করা তথ্য- সাধারণ প্রসেসিংয়ে ২১ থেকে ৩০ দিন এবং এক্সপ্রেস প্রসেসিংয়ে ৭ থেকে ১০ দিন।

২ দিন আগে

হাত-পায়ের ব্যথা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

অনেক সময় হাত-পায়ের ব্যথা কোনো পেশির টান বা স্নায়ুর সমস্যার কারণে হয়। এর জন্য ঘরোয়া ব্যায়াম হতে পারে ভালো উপায়। যেমন প্রতিদিন সকালে ৫-১০ মিনিট হালকা স্ট্রেচিং করলে পেশির নমনীয়তা বাড়ে এবং ব্যথা কিছুটা কমে।

২ দিন আগে

ডিজিটাল বিচারালয়: নাগরিকের আরও কাছাকাছি

কয়েক মিনিটের মধ্যেই রহিমা তার মামলার পরবর্তী শুনানির তারিখ, বিচারকের নাম, মামলার অবস্থা জানতে পারলেন ওই তরুণের মাধ্যমে।

২ দিন আগে