বাসা বিভ্রাট

অরুণ কুমার
ফাইল ছবি

আইনস্টাইনের মাথায় সব সময় বিজ্ঞানের রহস্য ঘুরত। কতটুকু বাস্তবে থাকতে আর কতটুকু কল্পনার ভূবনে, বোঝা মুশকিল ছিল। তাই বাস্তব জীবনের খুব সাধারণ বিষয়গুলো, যেগুলো কখনো ভোলার নয়, সেসবও ভুলে যেতেন। একদিনের ঘটনা খুবই মজার!

আইস্টাইন তখন যুক্তরাষ্টের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি জার্মানির বিজ্ঞানী ছিলেন, তার বিখ্যাত সব কাজ জার্মানিতেই বসেই করা। তারপরও যুক্তরাষ্টে চলে যেতে হয় হিটলারের কারণে।

আইনস্টাইন প্রথাগত কোনো ধর্মে বিশ্বাসী না হলেও জন্মসূত্রে ছিলেন ইহুদি। এ কারণে হিটলারের রোষে পড়েন৷ বাধ্য হয়েই তাই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে বাধ্য হন।

একদিন আইনস্টাইন কোনো এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন। ফেরার সময় বিপদে পড়েন। কারণ ভুলে গিয়েছেন, নিজের ঠিকানা। কী করবেন এখন?

তখন এক বুদ্ধি বের করেন। এক ট্যাক্সিওয়ালাকে ডাকেন। তাঁকে জিজ্ঞেস করেন, তুমি কি আইনস্টানের নাম শুনেছ?

খুব শুনেছি, জবাব দেয় ট্যাক্সি ড্রাইভার।

-তুমি কি তাঁর বাসার ঠিকানা জানো?

-নিশ্চয়ই, প্রিন্সটনে এমন কোনো ট্যাক্সি ড্রাইভার পাবেন না, যে আইনস্টানের বাড়ি চেনে না।

-ঠিক আছে, তাহলে আমাকে আইনস্টাইনের বাসায় পৌঁছে দেয়।

এভাবেই সেদিন ঠিকানা ভুলে গিয়েও নিজের বাড়িতে পৌঁছে যান আইনস্টাই।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

দারুচিনির ১০ উপকারিতা

দারুচিনি শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে। প্রদাহ বা ইনফ্ল্যামেশন অনেক রোগের মূল কারণ হতে পারে, যেমন আর্থ্রাইটিস বা হৃদরোগ। দারুচিনির ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো প্রদাহের বিরুদ্ধে লড়াই করে। মার্কিন গবেষক ড. জর্জ স্যাভান্ট এক সাক্ষাৎকারে বলেন, “দারুচিনির মধ্যে থাকা পলিফেনল জাতীয় অ্যান্টিঅক্

২ দিন আগে

দিগন্তে আকাশ ও মাটি কেন মেশে?

যেদিকেই তাকান না কেন, কেবল দূরেই মনে হবে আকাশ আর মাটি মিশেছে। কিন্তু কাছাকাছি কোথাও তা খুঁজে পাবেন না। এমনটা কেন হয়?

২ দিন আগে

চুলের যত্নে কোন তেল উপকারী?

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ

২ দিন আগে

দৈইখাওয়া গ্রামের হট্টিটি

লাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।

৩ দিন আগে