আলিয়া ভাটের মতো গ্লোয়িং ত্বক পেতে যা করবেন

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে বর্তমানে আলিয়া ভাট অন্যতম। দুর্দান্ত অভিনয়ের সঙ্গে চোখ ধাঁধানো স্টাইল, রূপ এবং ত্বকের সৌন্দর্যের প্রশংসায় সবাই পঞ্চমুখ। অথচ এই নায়িকাকে নো মেকআপ লুকেই বেশিরভাগ সময় দেখা যায়। ফলে ন্যাচারাল বিউটি খ্যাত আলিয়ার রূপের রহস্য নিয়ে আলোচনাও হয় বেশি।

কী ভাবে নিজের রূপের যত্ন নেন আলিয়া ভাট? রূপচর্চার জন্য কী কী করেন তিনি? এসব প্রশ্নই ঘুরপাক খায় তার ভক্তদের মনে।

এ বিষয়ে আলিয়া ভাট বিভিন্ন সাক্ষাৎকারে জানান, তার ত্বক মিশ্র ধরনের। কখনও তৈলাক্ত, আবার কখনও শুষ্ক। তবে আগাগোড়াই বেশ সংবেদনশীল ত্বকের অধিকারী তিনি। তাই হাতে সময় পেলেই নিজের মতো করে ফেসপ্যাক তৈরি করে মুখে ব্যবহার করেন তিনি। যেমন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ের জন্য দৌড়াতে হলে ত্বক সামান্য ভিজিয়ে মিনিটখানেক ম্যাসাজ করে নেন। এতে ত্বকের বাড়তি তেল দূর হয়। ম্যাসাজ করার জন্য ব্যবহার করেন ছোট্ট একটি যন্ত্র। শুটিং না থাকলে জিমে যান আলিয়া। এর আগে মাইল্ড ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে টোনার ও সিরাম ব্যবহার করেন। জিম শেষে এসে গোসল করে নেন।

প্রকৃতপক্ষে নিয়ম মেনে অনুসরণ করা স্কিন কেয়ার রুটিনই নিজের ত্বকের পেছনের রহস্য বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে আস্ক মি এনিথিং নামে একটা সেশনে আলিয়া ভাট বলেন, যদি কেউ স্কিন কেয়ার সম্পর্কে একদমই অজ্ঞ হয়ে থাকেন, তাহলে তিনি শুরুটা করতে পারেন সিটিএম পদ্ধতি দিয়ে। এটি ত্বক ভালো রাখার ক্ষেত্রে খুবই কার্যকর পদ্ধতি। মাত্র তিন ধাপে শেষ হওয়া এ ত্বকচর্চা যে কাউকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করবে।

আলিয়া ভাটের মতে, ত্বক ভালো রাখতে ক্লিনজিং জরুরি। এটি ত্বকের ময়লা, মেকআপ, জমে থাকা তেল সব দূর করতে সাহায্য করে। এর পরের ধাপে টোনিং রয়েছে। যার মাধ্যমে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকে। নিয়মিত টোনিংয়ের কারণে ত্বক টানটান থাকে, পোরস সংকুচিত হয় এবং ক্লিনজিংয়ের পরেও যদি ত্বকে ময়লা থেকে থাকে সেটিও টোনিংয়ের মাধ্যমে দূর হয়।

ময়েশ্চারাইজিংয়ের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ত্বকের জন্য জুতসই ময়েশ্চারাইজার সব সমস্যার সমাধান দিতে পারে। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে রাখে সজীব। এমনকি তৈলাক্ত ত্বকেও প্রয়োজন যথাযথ ময়েশ্চারাইজার।

জানা যায়, সাধারণ মেয়েদের মতো আলিয়া ভাটেরও ত্বকের ফোলা ভাবের সমস্যা রয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর তা লক্ষ্য করা যায়। তাই ঘুম থেকে উঠে আলিয়ার প্রথম কাজ আইস ফেসিয়াল করা। এতে ঘুমের ঘোর কেটে একটা সতেজতা আসে। এক্ষেত্রে একবাটি বরফ গোলা পানি ও কিছু বরফ কিউব মিশিয়ে চোখ বন্ধ করে ওই পানিতে ২-৩ সেকেন্ড মুখ ডুবিয়ে রাখতে হবে। এইভাবে ৩/৪ বার বরফ পানিতে মুখ ডুবাতে হবে। এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছার পর ত্বকে একটা লালচে ভাব দেখা যাবে।

শুধু এটা অনুসরণ করলেই হবে না জানিয়ে আলিয়া ভাট বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর একটি বিশেষ মর্নিং ড্রিঙ্ক পান করেন তিনি। তা হালকা গরম পানিতে লেবুর রস দিয়ে তৈরি করা হয়। লেবু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া, নিজেকে হাইড্রেটেড রাখতে যতটা সম্ভব পানি পান করেন এই নায়িকা। আবার, আলিয়া ভাট ফেস মাস্ক ব্যবহার করতে ভালোবাসেন। পাশাপাশি যতটা সম্ভব বাজারজাত কসমেটিক প্রোডাক্ট এড়িয়ে চলেন তিনি।

তবে আলিয়া ভাট ত্বকের জন্য মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করেন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে ও ব্রণ কমায়। এছাড়া ত্বক উজ্জ্বল ও নরম রাখে। ১ টেবিল চামচ মুলতানি মাটি, আধা চা চামচ চন্দনের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে বানিয়ে নেন ফেস প্যাক। ত্বকে লাগিয়ে রাখেন না শুকানো পর্যন্ত। এছাড়া, ত্বকের যত্নে মুলতানি মাটির সঙ্গে পাকা পেঁপে মিশিয়েও ব্যবহার করেন।

ad
ad

ফিচার থেকে আরও পড়ুন

চুলের যত্নে কোন তেল উপকারী?

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে চুলের গঠন, তার প্রাকৃতিক বৃদ্ধি এবং ক্ষতির কারণ নিয়ে গবেষণা করে আসছেন। চুল মূলত প্রোটিন দ্বারা গঠিত, বিশেষ করে কেরাটিন নামের একটি প্রোটিন চুলের মূল উপাদান। যখন চুল পর্যাপ্ত পুষ্টি পায় না কিংবা বাইরে থেকে সঠিক যত্ন পায় না, তখন তা রুক্ষ হয়ে যায়, ভেঙে যায় এবং ঝরে পড়ে। তেল মূলত চ

২০ ঘণ্টা আগে

দৈইখাওয়া গ্রামের হট্টিটি

লাল লতিকা হট্টিটি মাঝারি আকারের হয়ে থাকে। এই পাখিটি খুবেই চটপটে ও চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। তার সতর্ক ভঙ্গি ও জলশয়ের পাতার ওপর দ্রুত দৌড়ানোর ক্ষমতার জন্য সুপরিচিত। লাল লতিকা হট্টিটি লম্বায় ৩৪-৩৭ সেন্টিমিটার। এদের চোখের সামনে টকটকে লাল চামড়া। সেটিই লতিকা।

২ দিন আগে

মারা গেছেন ‘থ্রি ইডিয়েটস’ সিনেমার অধ্যাপক

অচ্যুত পোতদারের অভিনয়জীবন ছিল চার দশকেরও বেশি। তিনি ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন। হিন্দি ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বাস্তব জীবনেও তিনি ছিলেন নম্র, অমায়িক এবং বহুমুখী প্রতিভ

২ দিন আগে

থাইরয়েড সমস্যায় কোন কোন ফল খাওয়া উচিত

থাইরয়েড সমস্যায় ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেরও বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো থাইরয়েড রোগীদের জন্য উপকারী হতে পারে। এসব ফলে থাকে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা থাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। তবে অবশ্যই মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেয়েই থাইরয়েড সারানো

২ দিন আগে