এবার ব্রিকস সদস্যদের ওপর ১০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০: ৩৫

এবার ব্রিকস জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৮ জুলাই) হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রার মানদণ্ড থেকে ডলারকে সরানোর উদ্দেশ্যেই ব্রিকস জোট গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের বিরুদ্ধে মুদ্রা যুদ্ধ ছড়ানোর অভিযোগ তুলে ভারতসহ ব্রিকস জোটের সব সদস্য দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, এই শুল্ক কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এরই মধ্যে বিভিন্ন দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে।

'ব্রিকস গঠিত হয়েছে ডলারকে দুর্বল করতে। শুধু ব্রিকস জোটের সদস্য হওয়ার কারণেই সদস্য দেশগুলোকে ১০ শতাংশ শুল্ক দিতে হবে,' যোগ করেন ট্রাম্প।

ভারত ও ব্রাজিলের প্রসঙ্গ তুলে ধরলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'যদি কোনো দেশ ব্রিকসের সদস্য হয়, তাহলে তাকে ১০ শতাংশ শুল্ক দিতেই হবে। কারণ ব্রিকস তৈরি হয়েছে ডলারের মান কমিয়ে আমাদের ক্ষতি করার জন্য। তারা যদি এই খেলা খেলতে চায়, তাহলে খেলুক। আমিও খেলতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আর তারা বেশিদিন সদস্য থাকতেও পারবে না। আমি মনে করি, ব্রিকস আমাদের জন্য বড় কোনো হুমকি নয়। তারা ডলারকে ধ্বংস করে অন্য কোনো দেশের মুদ্রা বৈশ্বিক মানদণ্ডে নিয়ে আসার চেষ্টা করছে। তবে আমরা আমাদের মানদণ্ড হারাবো না। ব্রিকস মূলত ভেঙে পড়েছে, যদিও কিছু দেশ এখনও জোটে ঘুরে বেড়াচ্ছে। শুল্ক আরোপ খুব শিগগিরই কার্যকর হবে।’

একই দিনে ট্রাম্প ঘোষণা দেন, কপার বা তামার আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বিদ্যুৎ, সামরিক সরঞ্জাম এবং ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ ধাতুর ওপর শুল্ক বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোই মার্কিন প্রশাসনের লক্ষ্য।

এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পরপরই নিউইয়র্ক মার্কেটের কপার ফিউচারসের দাম ১০ শতাংশের বেশি বেড়ে যায়।

অন্যদিকে, সেমিকন্ডাক্টর ও ওষুধ আমদানির ওপর শুল্ক আরোপেরও পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ওষুধের ক্ষেত্রে শুল্কহার ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়ে ট্রাম্প বলেন, ওষুধ নির্মাতা কোম্পানিগুলোকে প্রস্তুতি নিতে প্রায় এক বছরের সময় দেয়া হবে।

হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র চলতি বছরে এরইমধ্যে ১০ হাজার কোটি ডলার শুল্ক আদায় করেছে এবং ২০২৫ সালের মধ্যে সেটি ৩০ হাজার কোটিতে পৌঁছাবে।

এ সময় চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে খুবই ন্যায্য আচরণ করছে এবং দেশটির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটসের নাম

বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

১ দিন আগে

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

হোয়াইট হাউজে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন নেতানিয়াহু। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে, যারা ফিলিস্তিনিদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী।

১ দিন আগে

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সিডনিতে এনসিপি অস্ট্রেলিয়ার আলোচনা সভা

সভায় বক্তারা মানবাধিকার এবং আইনী দৃষ্টিভঙ্গিতে প্রবাসী ভোটাধিকারের বিষয়টি পর্যালোচনার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের নিয়ম ও চর্চার কথা উল্লেখ করেন। মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের ভোট বাস্তবায়নের জন্য একটি পরিস্কার রোডম্যাপের দাবী জানানো হয়।

২ দিন আগে

বিশ্বমঞ্চে ব্রিকসের আবির্ভাব হয় যেভাবে

তবে এই ধারণা গবেষণাগারে থেমে থাকেনি। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ব্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে একটি সহযোগিতামূলক সম্পর্কের সূচনা করেন।

২ দিন আগে