গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ২য় বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১: ১০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বৈঠক। ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবিসি বাংলার খবরে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বিষয়ে একমত হওয়ার পরামর্শ দেওয়ার পর এই বৈঠক হয়।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠকটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল না।

এর আগে, সকালে নেতানিয়াহু মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করেন। গত সোমবার (৮ জুলাই) হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তিনি ট্রাম্পের সাথে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।

বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি। তবে মধ্যস্ততাকারীরা অবশ্যই যুদ্ধবিরতির জন্য কাজ করছেন।

'আমাদের এখনো গাজায় শেষ করার মতো কাজ রয়েছে। আমাদের সমস্ত জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা নির্মূল এবং ধ্বংস করতে হবে,' নেতানিয়াহু যোগ করেন।

ট্রাম্পের দূত উইটকফ জানান, ইসরায়েল এবং হামাস একটি চুক্তিতে পৌঁছাতে যেসব বিষয় আগে তাদের বাধা দিয়েছিল, সেসব বিষয়ে এখন ব্যবধান কমে আসছে। তিনি আশা করেন, এই সপ্তাহে উভয় পক্ষ একটি অস্থায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতিতে একমত হবেন।

'আমাদের চারটি বিষয় ছিল এবং এখন আমরা একটিতে এসে পৌঁছেছি,' আলোচনার জটিল বিষয় সম্পর্কে বলেন উইটকফ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই বিল গেটসের নাম

বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

১ দিন আগে

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

হোয়াইট হাউজে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেন নেতানিয়াহু। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছে, যারা ফিলিস্তিনিদের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী।

১ দিন আগে

প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সিডনিতে এনসিপি অস্ট্রেলিয়ার আলোচনা সভা

সভায় বক্তারা মানবাধিকার এবং আইনী দৃষ্টিভঙ্গিতে প্রবাসী ভোটাধিকারের বিষয়টি পর্যালোচনার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের নিয়ম ও চর্চার কথা উল্লেখ করেন। মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের ভোট বাস্তবায়নের জন্য একটি পরিস্কার রোডম্যাপের দাবী জানানো হয়।

২ দিন আগে

বিশ্বমঞ্চে ব্রিকসের আবির্ভাব হয় যেভাবে

তবে এই ধারণা গবেষণাগারে থেমে থাকেনি। ২০০৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ব্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়ে আনুষ্ঠানিকভাবে একটি সহযোগিতামূলক সম্পর্কের সূচনা করেন।

২ দিন আগে