বলিভিয়ায় পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে বাস, নিহত ৩০

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১: ৩৪
সোমবার পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

বলিভিয়ার এক পাহাড়ি সড়ক থেকে বাস ৮০০ মিটার গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) বলিভিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়োকাল্লা পৌরসভার একটি পাহাড়ি আঁকা-বাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আঁকাবাঁকা সড়কে চলার সময় চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে বাসটি প্রায় ৮০০ মিটার (দুই হাজার ৬২৫ ফুট) নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায়

ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। এছাড়া চীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন জানায় বলে জানান তিনি। এর সঙ্গে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ অন্বেষণে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

১ দিন আগে

যুক্তরাষ্ট্র সবসময় কেন ইসরায়েলের পক্ষ নেয়

যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, তখন আবার সম্পর্ক উষ্ণ হলো। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করলেন এবং গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে মেনে নিলেন। এ সময়ের নীতিগুলো ফিলিস্তিনের জন্য ছিল বড় ধাক্কা।

১ দিন আগে

লোহিত সাগরে আবারও জাহাজ ডোবাল হুতিরা, নিহত ৪

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী ইসরাইলের একগুঁয়েমি: হামাস

ইসরাইলের একগুঁয়েমি মনোভাবের কারণে গাজায় যুদ্ধবিরতির চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।

১ দিন আগে