লোহিত সাগরে আবারও জাহাজ ডোবাল হুতিরা, নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১: ৩৮

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি থেকে ছয়জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

হুতি গোষ্ঠী জানায়, গত সোমবার (৭ জুলাই) ইটার্নিটি সি নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটিতে একটি চালকবিহীন নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় তারা। গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং সেখানে সামরিক আগ্রাসন বন্ধে ইসরাইলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করতেই এ হামলা করেছে তারা।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইটার্নিটি সি ইসরাইলের দিকে যাওয়ার সময় হামলা চালানো হয়। হামলার দুদিন পর গতকাল বুধবার (৯ জুলাই) জাহাজটি ডুবে যায়। হামলার পর হুতি যোদ্ধারা ‘জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

হুতি বিদ্রোহীরা এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে জাহাজটিতে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে। এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখা যায়।

এদিকে ইয়েমেনে মার্কিন দূতাবাস হুতিদের বিরুদ্ধে জাহাজটি থেকে অনেক নাবিক অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ উপকূলের কাছে ডুবে গেছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহী গোষ্ঠী।

গত সোমবার (৭ জুলাই) এক বার্তায় গোষ্ঠীটি জানায়, গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে।

হুতিদের পক্ষ থেকে বলা হয়, লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিজ নামের জাহাজে থাকা ১৯ নাবিককে নিরাপদে সরে যেতে দেয়া হয়েছে।

জাহাজটির গ্রিক মালিকানাধীন প্রতিষ্ঠান স্টেম শিপিং জানায়, ওই জাহাজের পাশ দিয়ে যাওয়া আরেকটি বাণিজ্যিক জাহাজ সব নাবিককে উদ্ধার করে জিবুতির উদ্দেশে রওনা করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যেভাবে কর্মসূচির শুরু করে

ইরাণের পারমাণবিক কর্মসূচির গোড়া পত্তন হয় ১৯৫০-এর দশকে। তখন দেশটির শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, ইরাণের শাহ। সে সময় ইরাণ ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর ঘনিষ্ঠ মিত্র।

২ দিন আগে

তিব্বতের দালাই লামা কেন ভারতে থাকেন

লাসায় একটি বিশাল জনসমাবেশ হয় দালাই লামাকে চীনা সেনার হাত থেকে রক্ষার জন্য। এই সমাবেশ দমন করতে চীনা বাহিনী চালায় ট্যাংক, কামান, গুলি। হাজার হাজার তিব্বতি নিহত হন।

২ দিন আগে

গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ২য় বৈঠক

গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য গতকাল মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

২ দিন আগে

তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আফগানিস্তানে নারী নির্যাতন ও তাদের মৌলিক অধিকার কেড়ে নেয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

২ দিন আগে