পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৪: ২৫

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঝোব ও লোরালাই জেলার সীমানা ঘেঁষা সুর-ডাকাই এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসনের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবগামী দুটি যাত্রীবাহী কোচ থামিয়ে দুর্বৃত্তরা যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে। এরপর পাঞ্জাবের ঠিকানাসংবলিত ১০ জন যাত্রীকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। অপহৃতদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ রাখনি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহগুলো পাঞ্জাবে নিজ নিজ এলাকার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার সময় একজন যাত্রী প্রাণে বেঁচে যান। তিনি লেভিস বাহিনীকে জানান, “একটি কোচ থেকে সাতজন এবং অন্য কোচ থেকে তিনজনকে বন্দুকের মুখে নামিয়ে নেওয়া হয়। আমরা এলাকা ছাড়ার সময় গুলির শব্দ শুনি।”

এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। এন-৭০ মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ জানান, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামের একটি সন্ত্রাসী সংগঠন একই রাতে সুর-ডাকাই, কাকাট ও মস্তুং এলাকায় তিনটি পৃথক হামলা চালিয়েছে।

এদিকে, নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) এক বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, মুসাখাইল-মাখতার ও খাজুরি এলাকার মধ্যবর্তী মহাসড়কে সশস্ত্র অবরোধ করে পাঞ্জাবি যাত্রীদের হত্যা করেছে তাদের সদস্যরা।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা ডন পত্রিকাকে জানান, “সশস্ত্র হামলাকারীদের দ্বারা অপহৃত নয়জন যাত্রীকে হত্যা করা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।”

জাতিগত বিদ্বেষ ও নিরাপত্তা সংকট :

এই ঘটনায় আবারও স্পষ্ট হলো পাকিস্তানের বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর নজরদারি সত্ত্বেও এ ধরনের হামলার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সবসময় কেন ইসরায়েলের পক্ষ নেয়

যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, তখন আবার সম্পর্ক উষ্ণ হলো। তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেন, মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করলেন এবং গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে মেনে নিলেন। এ সময়ের নীতিগুলো ফিলিস্তিনের জন্য ছিল বড় ধাক্কা।

১ দিন আগে

লোহিত সাগরে আবারও জাহাজ ডোবাল হুতিরা, নিহত ৪

লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও মানববিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে চারজন নিহত এবং আরও অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী ইসরাইলের একগুঁয়েমি: হামাস

ইসরাইলের একগুঁয়েমি মনোভাবের কারণে গাজায় যুদ্ধবিরতির চলমান আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে হামাস।

২ দিন আগে

ইরান যেভাবে কর্মসূচির শুরু করে

ইরাণের পারমাণবিক কর্মসূচির গোড়া পত্তন হয় ১৯৫০-এর দশকে। তখন দেশটির শাসন ক্ষমতায় ছিলেন মোহাম্মদ রেজা পাহলভি, ইরাণের শাহ। সে সময় ইরাণ ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর ঘনিষ্ঠ মিত্র।

২ দিন আগে