ছাত্রদলের শাহবাগ অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৯: ৪৩

মব উসকানি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। আজ সোমবার বিকেল থেকে তারা এই অবরোধ করেন।

অবরোধের ফলে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্রসংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যাকাণ্ড ঘটলেও সেই গোপন সংগঠনের সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেনি।

তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও ছড়াচ্ছে।

নাসির আরো বলেন, এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী , চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র‍্যালি ইত্যাদি।

১৩ দিন আগে

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি

এ সময় অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলা

১৭ দিন আগে

ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল: ইনকিলাব মঞ্চ

জাবের বলেন, আমাদের দক্ষিণ এশিয়াতেও একটি ইসরায়েল আছে। মোসাদ যেভাবে ইরানকে গ্রাস করেছে, ঠিক তেমনি এই বাংলাদেশেও অনেক দালাল রয়েছে, যারা এ দেশে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায়। এই গাদ্দারদের বিতাড়িত না করলে আমাদের অবস্থাও খারাপ হবে। আমরা দেশের মিলিটারিসহ সবাইকে ব

১৮ জুন ২০২৫

ঢাবিতে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ককটেল রেখে ও বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব ঘটনায় প্রশাসনের ব্যর্থতাও ক্রমেই প্রকট হয়ে উঠছে।

১৭ জুন ২০২৫