ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০: ৪৫

কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যা এবং গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার রাতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিএনপি নেতাকে হত্যার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।

প্রসঙ্গত, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতার নেতৃত্বে সংঘটিত হামলায় রহিম উদ্দিন সিকদার (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত রবিবার (১৩ জুলাই) রাতে তিনি হামলার শিকার হন। আর বুধবার দুপুরে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ও গাড়িবহরে দফায় দফায় হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী , চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র‍্যালি ইত্যাদি।

১৩ দিন আগে

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি

এ সময় অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলা

১৭ দিন আগে

ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল: ইনকিলাব মঞ্চ

জাবের বলেন, আমাদের দক্ষিণ এশিয়াতেও একটি ইসরায়েল আছে। মোসাদ যেভাবে ইরানকে গ্রাস করেছে, ঠিক তেমনি এই বাংলাদেশেও অনেক দালাল রয়েছে, যারা এ দেশে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায়। এই গাদ্দারদের বিতাড়িত না করলে আমাদের অবস্থাও খারাপ হবে। আমরা দেশের মিলিটারিসহ সবাইকে ব

১৮ জুন ২০২৫

ঢাবিতে ককটেল উদ্ধারের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ককটেল রেখে ও বিস্ফোরণ ঘটিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এসব ঘটনায় প্রশাসনের ব্যর্থতাও ক্রমেই প্রকট হয়ে উঠছে।

১৭ জুন ২০২৫