আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদ

দুপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১২: ৫০

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে বিএনপির নেতাকর্মীরাও অংশ নেবেন।

গতকাল রোববার (১৩ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয় যে, রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশের সব জেলা ও মহানগরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দাবিতে আগামী মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল এবং বৃহস্পতিবার যুবদল রাজধানীসহ সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

ছাত্রদলের কর্মসূচির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় পৃথক বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আধিপত্যবাদী শক্তির দালালরা গভীর চক্রান্ত করছে: রিজভী

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আধিপত্যবাদী শক্তি এবং আধিপত্যবাদী শক্তির দালালরা গভীর চক্রান্ত করছে। তাদের পাতানো ষড়যন্ত্রের জালে আমাদের নেতাকর্মী বা আমাদের পক্ষের সমর্থক, পেশাজীবী সংগঠন কাউকে পা দেওয়া যাবে না।’

৯ ঘণ্টা আগে

তারেক রহমানকে নিয়ে কটূক্তি বরদাস্ত করা হবে না: ফারুক

জয়নুল আবদিন বলেন, ‘কেউ কেউ বলে নির্বাচন কমিশন পরিবর্তন না করলে নির্বাচন হবে না। আবার কেউ কেউ বলে, শাপলা না দিলে ধানের শীষও বাদ দিতে হবে। খবরদার, খবরদার, শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে কোনো কথা বলা যাবে না।’

১০ ঘণ্টা আগে

'নির্বাচন বানচাল করতেই পরিকল্পিত হত্যাকাণ্ড'

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, নির্বাচন যেন না হয় সেজন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। শুধু তাই নয়, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা। সবই নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেজ

১১ ঘণ্টা আগে

ফের একজোটে আসতে চান জাতীয় পার্টির নেতারা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি থেকে বের হয়ে যে নেতারা বিভিন্ন সময়ে নানা দল তৈরি করেছেন, তারা ফের একজোটে আসতে চান ৷ বিগত কয়েক বছরে জাতীয় পার্টি থেকে যে নেতারা নানা কারণে বহিষ্কৃত হয়েছেন, তারা সেই সাবেক নেতাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলতে চান।

১১ ঘণ্টা আগে