ফজলুল বারী
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি মূল্যসূচকের মধ্যে দুটি সূচক বেড়েছে। সূচক পুনর্গঠন প্রক্রিয়ায় ডিএসইএক্স সূচকে মাত্র ৫১ দশমিক ৩৮ পয়েন্ট যোগ হয়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪ দশমিক ৫৮ পয়েন্ট। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ও এসএমই সূচক কমেছে যথাক্রমে ২ দশমিক শূন্য আট ও ১৯ দশমিক ৮৯ পয়েন্ট।
লেনদেনের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে। সপ্তাহের শেষ দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬৩ কোটি টাকায়। প্রাতিষ্ঠানিক বাজার সংশ্লিষ্টরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
গত সপ্তাহের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, মূল্যবৃদ্ধির দিক থেকে ডিএসইতে তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে ১৫টি খাতের সিকিউরিটিজ ঋণাত্মক ধারায় ছিল। ধনাত্মক ধারায় ছিল মাত্র পাঁচটি খাত। এর মধ্যে সর্বোচ্চ ২৯ দশমিক ৪৭ শতাংশ ধনাত্মক পরিবর্তন এসেছে ব্যাংক খাতের শেয়ারে। দাম বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যাল খাত। এ খাতের লেনদেন অংশ ১০ দশমিক ৫৬ শতাংশ।
সংখ্যাগত দিক থেকে দেখা যায়, মোট লেনদেনের ৪৯ দশমিক ৩২ শতাংশই ছিল ব্যাংক খাতের দখলে। পাঁচটি খাত ধনাত্মক ধারায় থাকলেও বাকি চারটি খাত ছিল যথাক্রমে সাধারণ বীমা, জীবন বীমা, টেলিকম ও বস্ত্র খাত।
সপ্তাহ জুড়ে বাজারচিত্র ছিল প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউজগুলোর অনুকূলে। প্রতিষ্ঠানগুলোতে ‘টি-প্লাস-টু’ লেনদেন পদ্ধতির প্রবণতা বেশি। এ কারণে গত সপ্তাহে অধিকাংশ শেয়ারের বড় দরপতন ঘটে এবং ১৫ খাত ঋণাত্মক ধারায় চলে যায়।
তবে বহু বছর পর ব্যাংক ও বীমা খাত একসঙ্গে ধনাত্মক ধারায় প্রবেশ করেছে। এর কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করতেই পারেন। তিনি ধারাবাহিকভাবে ব্যাংক খাতে নীতি ও আর্থিক সহায়তা দিয়ে গেছেন এবং আমানতকারীদের আস্থা ধরে রেখেছেন।
এর উল্টো চিত্র পুঁজিবাজারে। এখানে বিনিয়োগকারীরাই প্রধান অংশীজন হলেও তাদের স্বার্থ দেখার কেউ নেই। বাজারের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব পরিপক্ক ও প্রভাবশালী হলেও তারা নিজেদের স্বার্থেই কাজ করে যাচ্ছেন। অতি সম্প্রতিও কিছু সুযোগ-সুবিধা আদায় করতে পেরেছেন তারা, যার ইতিবাচক প্রতিফলন বাজারে দৃশ্যমান। এ পরিবর্তনের কৃতিত্ব প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বিএসইসি চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী পেতে পারেন।
তবে একই সঙ্গে বাজারের স্থিতিশীলতার পথেই হঠাৎ যেন ‘মিসাইল’ ছুড়েছে বিএসইসি— একটি নয়, দুটি! প্রথমত, অর্থ ও পুঁজিবাজারের কুখ্যাত সালমানকে ১০০ কোটি টাকা জরিমানাসহ আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে তার ছেলে শায়নকেও আজীবন নিষিদ্ধ করে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এ সিদ্ধান্তে বিএসইসির গুটিকয়েক কর্মকর্তা ছাড়া অর্থ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রায় সবাই হতবাক। প্রশ্ন উঠেছে— এ নিষেধাজ্ঞার মাধ্যমে কি তাদের দায়মুক্তির পথ তৈরি করে দেওয়া হলো?
মাত্র কয়েক মাস আগে শায়নের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আফ্রিকার একটি দেশে তিন দিনের উৎসবে প্রায় ৩০০ কোটি টাকা খরচ করা হয়। তথ্য মতে, সালমান প্রায় ৫৭ হাজার কোটি টাকা অর্থ ও পুঁজিবাজার থেকে লুট ও পাচার করেছেন। তার সর্বশেষ কেলেঙ্কারি ‘সুকুক বন্ড’, যার মাধ্যমে জোরপূর্বক তিন হাজার কোটি টাকা আদায় করা হয়। এসব লিখতে গেলে হাজার পৃষ্ঠার বইও যথেষ্ট নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের কিছু শিক্ষক এই লুটপাটে সহযোগী হয়েছেন এবং এখনো সেই ভূমিকায় রয়ে গেছেন। যেখানে গবেষণা আর তত্ত্ব তৈরির কাজ করার কথা, সেখানে তারা হয়ে উঠেছেন মাফিয়া-ফ্যাসিস্টদের দোসর।
১০০ কোটি টাকা জরিমানা সালমানের কাছে তুচ্ছ। আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্তও বিনিয়োগকারীদের বিপক্ষে যাবে বলেই আশঙ্কা। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কার মস্তিষ্কপ্রসূত? অনেকেই মনে করছেন, এটি বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের চিন্তার ফসল।
ভাবলে অবাক হতে হয়— এক মাস, এক বছর পেরিয়ে গেলেও তার উপলব্ধি হয়নি যে তিনি যে কিছু জানেন না। আবার তিনি যে কিছু জানেন না, এটাও তিনি জানেন না।
একই সপ্তাহে বিএসইসি একটি অপ্রয়োজনীয় প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, পুঁজিবাজার থেকে বিনিয়োগকারী সরে যায়নি, বরং কাঠামোগত পরিবর্তন ঘটেছে। এই তত্ত্ব সত্য নয়।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুন সক্রিয় বিও অ্যাকাউন্ট ছিল ৩২ লাখ ৪ হাজার ৬০৩টি। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮টিতে। অর্থাৎ, গত ১০ বছরে ১৮ লাখ ৩৬ হাজার ৫৫ জন বিনিয়োগকারী বাজার ছাড়তে বাধ্য হয়েছেন।
তাদের অনেকেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন। পরে তাদের অনেককেই মাথায় হাত দিয়ে বাজার ছাড়তে হয়েছে। কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এখনই সময়— পুঁজিবাজারের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ার। সম্ভাবনা আছে, সামর্থ্য আছে। দরকার কেবল সদিচ্ছা।
লেখক: সিনিয়র সাংবাদিক
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারটি মূল্যসূচকের মধ্যে দুটি সূচক বেড়েছে। সূচক পুনর্গঠন প্রক্রিয়ায় ডিএসইএক্স সূচকে মাত্র ৫১ দশমিক ৩৮ পয়েন্ট যোগ হয়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৪ দশমিক ৫৮ পয়েন্ট। এ সময় ডিএসই শরিয়াহ সূচক ও এসএমই সূচক কমেছে যথাক্রমে ২ দশমিক শূন্য আট ও ১৯ দশমিক ৮৯ পয়েন্ট।
লেনদেনের পরিমাণ বৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে। সপ্তাহের শেষ দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬৩ কোটি টাকায়। প্রাতিষ্ঠানিক বাজার সংশ্লিষ্টরা এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
গত সপ্তাহের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, মূল্যবৃদ্ধির দিক থেকে ডিএসইতে তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে ১৫টি খাতের সিকিউরিটিজ ঋণাত্মক ধারায় ছিল। ধনাত্মক ধারায় ছিল মাত্র পাঁচটি খাত। এর মধ্যে সর্বোচ্চ ২৯ দশমিক ৪৭ শতাংশ ধনাত্মক পরিবর্তন এসেছে ব্যাংক খাতের শেয়ারে। দাম বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যাল খাত। এ খাতের লেনদেন অংশ ১০ দশমিক ৫৬ শতাংশ।
সংখ্যাগত দিক থেকে দেখা যায়, মোট লেনদেনের ৪৯ দশমিক ৩২ শতাংশই ছিল ব্যাংক খাতের দখলে। পাঁচটি খাত ধনাত্মক ধারায় থাকলেও বাকি চারটি খাত ছিল যথাক্রমে সাধারণ বীমা, জীবন বীমা, টেলিকম ও বস্ত্র খাত।
সপ্তাহ জুড়ে বাজারচিত্র ছিল প্রাতিষ্ঠানিক ব্রোকার হাউজগুলোর অনুকূলে। প্রতিষ্ঠানগুলোতে ‘টি-প্লাস-টু’ লেনদেন পদ্ধতির প্রবণতা বেশি। এ কারণে গত সপ্তাহে অধিকাংশ শেয়ারের বড় দরপতন ঘটে এবং ১৫ খাত ঋণাত্মক ধারায় চলে যায়।
তবে বহু বছর পর ব্যাংক ও বীমা খাত একসঙ্গে ধনাত্মক ধারায় প্রবেশ করেছে। এর কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দাবি করতেই পারেন। তিনি ধারাবাহিকভাবে ব্যাংক খাতে নীতি ও আর্থিক সহায়তা দিয়ে গেছেন এবং আমানতকারীদের আস্থা ধরে রেখেছেন।
এর উল্টো চিত্র পুঁজিবাজারে। এখানে বিনিয়োগকারীরাই প্রধান অংশীজন হলেও তাদের স্বার্থ দেখার কেউ নেই। বাজারের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব পরিপক্ক ও প্রভাবশালী হলেও তারা নিজেদের স্বার্থেই কাজ করে যাচ্ছেন। অতি সম্প্রতিও কিছু সুযোগ-সুবিধা আদায় করতে পেরেছেন তারা, যার ইতিবাচক প্রতিফলন বাজারে দৃশ্যমান। এ পরিবর্তনের কৃতিত্ব প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বিএসইসি চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী পেতে পারেন।
তবে একই সঙ্গে বাজারের স্থিতিশীলতার পথেই হঠাৎ যেন ‘মিসাইল’ ছুড়েছে বিএসইসি— একটি নয়, দুটি! প্রথমত, অর্থ ও পুঁজিবাজারের কুখ্যাত সালমানকে ১০০ কোটি টাকা জরিমানাসহ আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে তার ছেলে শায়নকেও আজীবন নিষিদ্ধ করে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এ সিদ্ধান্তে বিএসইসির গুটিকয়েক কর্মকর্তা ছাড়া অর্থ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রায় সবাই হতবাক। প্রশ্ন উঠেছে— এ নিষেধাজ্ঞার মাধ্যমে কি তাদের দায়মুক্তির পথ তৈরি করে দেওয়া হলো?
মাত্র কয়েক মাস আগে শায়নের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আফ্রিকার একটি দেশে তিন দিনের উৎসবে প্রায় ৩০০ কোটি টাকা খরচ করা হয়। তথ্য মতে, সালমান প্রায় ৫৭ হাজার কোটি টাকা অর্থ ও পুঁজিবাজার থেকে লুট ও পাচার করেছেন। তার সর্বশেষ কেলেঙ্কারি ‘সুকুক বন্ড’, যার মাধ্যমে জোরপূর্বক তিন হাজার কোটি টাকা আদায় করা হয়। এসব লিখতে গেলে হাজার পৃষ্ঠার বইও যথেষ্ট নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের কিছু শিক্ষক এই লুটপাটে সহযোগী হয়েছেন এবং এখনো সেই ভূমিকায় রয়ে গেছেন। যেখানে গবেষণা আর তত্ত্ব তৈরির কাজ করার কথা, সেখানে তারা হয়ে উঠেছেন মাফিয়া-ফ্যাসিস্টদের দোসর।
১০০ কোটি টাকা জরিমানা সালমানের কাছে তুচ্ছ। আজীবন নিষেধাজ্ঞার সিদ্ধান্তও বিনিয়োগকারীদের বিপক্ষে যাবে বলেই আশঙ্কা। প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্ত কার মস্তিষ্কপ্রসূত? অনেকেই মনে করছেন, এটি বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের চিন্তার ফসল।
ভাবলে অবাক হতে হয়— এক মাস, এক বছর পেরিয়ে গেলেও তার উপলব্ধি হয়নি যে তিনি যে কিছু জানেন না। আবার তিনি যে কিছু জানেন না, এটাও তিনি জানেন না।
একই সপ্তাহে বিএসইসি একটি অপ্রয়োজনীয় প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে, পুঁজিবাজার থেকে বিনিয়োগকারী সরে যায়নি, বরং কাঠামোগত পরিবর্তন ঘটেছে। এই তত্ত্ব সত্য নয়।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুন সক্রিয় বিও অ্যাকাউন্ট ছিল ৩২ লাখ ৪ হাজার ৬০৩টি। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮টিতে। অর্থাৎ, গত ১০ বছরে ১৮ লাখ ৩৬ হাজার ৫৫ জন বিনিয়োগকারী বাজার ছাড়তে বাধ্য হয়েছেন।
তাদের অনেকেই মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন। পরে তাদের অনেককেই মাথায় হাত দিয়ে বাজার ছাড়তে হয়েছে। কেউ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, অনেক পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এখনই সময়— পুঁজিবাজারের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ার। সম্ভাবনা আছে, সামর্থ্য আছে। দরকার কেবল সদিচ্ছা।
লেখক: সিনিয়র সাংবাদিক
গণঅভ্যুত্থানের প্রারম্ভে যে গণআকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে প্রথমত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ও পরবর্তীকালে রাজনৈতিক দল, পেশাজীবী, সুশীল সমাজ ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে, তা এক কথায় অভূতপূর্ব। বিগত অর্ধ শতাব্দী ধরে রাজনৈতিক সরকারগুলো যে যথাযথভাবে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গ্রাহ্য করেনি, এই
৪ দিন আগেবিএনপি, যাদের এক দশকের বেশি সময় ধরে রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছিল, তারা চাইছিল ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক, যাতে তারা নিজেদের অবস্থান ফের শক্ত করতে পারে। তবে এনসিপি ও জামায়াত মনে করে, আগে সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার—তারপরেই জাতীয় নির্বাচন দেওয়া যেতে পার
৪ দিন আগেদিনটি এখন ইতিহাসে খোদাই হয়ে আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়— এটা কি কেবল রোমাঞ্চকর এক স্মৃতি, নাকি বদলে দিয়েছে দেশের ভবিষ্যৎগতি? যে আগুন জ্বলে উঠেছিল সেদিন, তা কি এখনও দীপ্ত? নাকি ঢেকে যাচ্ছে নতুন হতাশার ছায়ায়?
৬ দিন আগেআমরা যদি পেছনের দিকে ফিরে তাকাই দেখা যায় যে, যুক্তরাজ্যই মধ্যপ্রাচ্যে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিষয়ে প্রধান ভূমিকা পালন করেছে। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বালফোর ১৯১৭ সালের ২ নভেম্বর জায়নবাদী নেতা ব্যারণ রথচাইল্ডকে এক পত্রে বৃটিশ সরকার কর্তৃক ইহুদী জনগণের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাসভূমি গড়ে
৯ দিন আগে