মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৪: ২১
সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

বায়ুদূষণ রোধ করতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এ ছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগেই ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। এ ছাড়া পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুর্ঘটনা নিয়ে লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে। এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব? দুর্ঘটনা দুর্ঘটনাই।

১৫ ঘণ্টা আগে

মাইলস্টোনে ‘অনভিপ্রেত’ ঘটনার তদন্ত শুরু করেছে সেনাবাহিনী: আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ‘অনভিপ্রেত’ এ ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও সেনাবাহিনী জানিয়েছে।

১৬ ঘণ্টা আগে

৯ ঘণ্টা পর মাইলস্টোন ছাড়লেন ২ উপদেষ্টা ও প্রেস সচিব

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার অব্যবহিত পরেই পুলিশের কঠোর পাহারায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিবকে বহনকারী গাড়িবহর বের হয়। পরে মেট্রো রেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে গাড়িগুলো বেরিয়ে যায়।

১৭ ঘণ্টা আগে

সচিবালয়ের পর গুলিস্তানেও পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, হাসপাতালে ৩৫

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে।

১৭ ঘণ্টা আগে