৪৮তম বিসিএসে ৩ বদলি পরীক্ষার্থী, ব্যবস্থা পিএসসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১: ৪৪

৪৮তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ) বদলি পরীক্ষার্থী শনাক্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছে।

গত শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষাটি রাজধানীর ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে দুজন ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে একজন বদলি পরীক্ষার্থী শনাক্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, সিরাজগঞ্জের মো. নাজমুল হাসানের পরিবর্তে বদলি পরীক্ষার্থী মো. ফাহাদ মৃধা, নাটোরের তমা প্রামাণিকের পরিবর্তে বদলি পরীক্ষার্থী জেসমিন আক্তার এবং সিরাজগঞ্জের মো. লিটন শেখের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এনামুল হক পরীক্ষায় অংশ নেন। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ইডেন মহিলা কলেজ হলে ময়মনসিংহের আফরিন জাহানের কাছে মোবাইল ফোন পাওয়া যাওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী প্রশ্নপত্রে নকল করার চেষ্টা করায় তার বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ ছাড়া আশিক ইকবাল নামে এক পরীক্ষার্থী নিজের রেজিস্ট্রেশন নম্বরের অংশে অন্য প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর লেখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য কমিশন কর্তৃক গৃহীত সব পরীক্ষা থেকে বহিষ্কার করার শাস্তি দেওয়া হয়েছে।

কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী এবং যাদের পরিবর্তে বদলি পরীক্ষার্থী এসেছেন, তাদের এ পরীক্ষা থেকে বহিষ্কার এবং বদলি পরীক্ষার্থীসহ সবাইকে পিএসসি কর্তৃক গৃহীতব্য সব পরীক্ষায় আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশজুড়ে ভ্যাপসা গরম, ৫ বিভাগ ও ৫ অঞ্চলে তাপপ্রবাহ

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৩ ঘণ্টা আগে

গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট তালিকায় টানা ৩ বছর শীর্ষে হুয়াওয়ে

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দিয়ে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।

৩ ঘণ্টা আগে

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজ

৪ ঘণ্টা আগে

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জন এখনো সংকটাপন্ন

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন আরও জানান, এই আটজন ছাড়াও বার্ন ইনস্টিটিউটে আরও ৩৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৩ জন জনের শারীরিক অবস্থা ‘সিভিয়ার’ বা গুরুতর এবং বাকি ২৩ জনের শারীরিক অবস্থা ‘ইন্টারমিডিয়েট’ বা মাঝামাঝি অবস্থায় রয়েছে।

৪ ঘণ্টা আগে