রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন-২০২৫ এর সিদ্ধান্ত অনুযায়ী রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই দিনে রাবির ওয়েবসাইটেও তফসিল প্রকাশ করা হবে।
এর আগে রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়।
এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত ছিল।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলো বারবার রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সবশেষ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচি পালনের সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর পরপরই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানো হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন-২০২৫ এর সিদ্ধান্ত অনুযায়ী রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই দিনে রাবির ওয়েবসাইটেও তফসিল প্রকাশ করা হবে।
এর আগে রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়।
এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত ছিল।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলো বারবার রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সবশেষ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
কর্মসূচি পালনের সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর পরপরই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানো হলো।
মঙ্গলবার (২২ জুলাইঢ়) দুপুরে শিশুটিকে ধর্ষণ করা হয়। স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পরে শিশুটি। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগেট্রাকটি ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। অন্যদিকে মাইক্রোবাসটি রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে যাব দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
২০ ঘণ্টা আগেমামলায় সাবেক এই সংসদ সদস্য ছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইল উপজেলায় ওই সময় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।
২১ ঘণ্টা আগেঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় নগরীর স
২ দিন আগে