রাজশাহী ব্যুরো
বকেয়া বিল পরিশোধ না হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ঠিকাদাররা। গত শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওযার পর আজ বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন ঠিকাদার সমিতির নেতারা।
ঠিকাদার সমিতির সভাপতি তরিকুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ আড়াই মাস ধরে আমাদের বিলের প্রায় ২৫০টি ফাইল আটকে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা অনিশ্চয়তায় পড়েছে। এই টাকায় শ্রমিকদের মজুরি, মালামালের দাম দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা গত ২০ জুলাই সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছিলাম বিল ছাড় করতে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি, আলোচনার প্রয়োজনও মনে করেনি। বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি। আলোচনায় বসে দাবি না মানলে কাজ অনির্দিষ্টকালের মতো বন্ধই থাকবে।
ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, ‘আড়াই মাস ধরে সচিব কোনো বিল ছাড়েননি। এতে উন্নয়ন কাজ বন্ধ হওয়া সাধারণ মানুষই ভোগান্তিতে পড়ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রাসিক সচিব রুমানা আফরোজ কথা বলতে রাজি হননি। তবে রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘কাজ বন্ধ করার সুযোগ নেই। আমরা শুনেছি, কিছু ঠিকাদার কাজ বন্ধ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
বকেয়া বিল পরিশোধ না হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ঠিকাদাররা। গত শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওযার পর আজ বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন ঠিকাদার সমিতির নেতারা।
ঠিকাদার সমিতির সভাপতি তরিকুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ আড়াই মাস ধরে আমাদের বিলের প্রায় ২৫০টি ফাইল আটকে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা অনিশ্চয়তায় পড়েছে। এই টাকায় শ্রমিকদের মজুরি, মালামালের দাম দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা গত ২০ জুলাই সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছিলাম বিল ছাড় করতে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি, আলোচনার প্রয়োজনও মনে করেনি। বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি। আলোচনায় বসে দাবি না মানলে কাজ অনির্দিষ্টকালের মতো বন্ধই থাকবে।
ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, ‘আড়াই মাস ধরে সচিব কোনো বিল ছাড়েননি। এতে উন্নয়ন কাজ বন্ধ হওয়া সাধারণ মানুষই ভোগান্তিতে পড়ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রাসিক সচিব রুমানা আফরোজ কথা বলতে রাজি হননি। তবে রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘কাজ বন্ধ করার সুযোগ নেই। আমরা শুনেছি, কিছু ঠিকাদার কাজ বন্ধ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইইইএসের সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।
১১ ঘণ্টা আগেবিএসটিআই’র অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
১২ ঘণ্টা আগেরাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তি
১২ ঘণ্টা আগে