রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮: ০৮

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. দেলোয়ার রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. গোলাপ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে ভুক্তভোগী এক ব্যক্তি ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে ইসকন মন্দিরের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা হাসুয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। গভীর রাত হওয়ায় আশপাশে কেউ এগিয়ে আসেনি।

পরদিন ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব জানায়, দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাইকোর্টের আদেশ উপেক্ষা, বারুইগ্রাম চৌরাস্তায় বসল পশুর হাট

গত ২১ জুলাই হাইকোর্ট হাটের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রতি বৃহস্পতিবার করে চলে আসা হাটটি গতকাল বৃহস্পতিবারও (২৪ জুলাই) বসেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

১১ ঘণ্টা আগে

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশইন

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী। বাকি ১১ জন শিশু।

১৬ ঘণ্টা আগে

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ ঘণ্টা আগে

রাস্তায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১ দিন আগে