মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১২: ২১
ছবি: রাজনৈতিক ডটকম

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোহনগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির কমিটি গঠন করা হয়।

নতুন কনিটিতে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান এবং পৌর শাখা বিএনপির সভাপতি পদে জাহাঙ্গীর আলম (সাবেক ভিপি) ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হন।

এর আগে, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্যসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খাঁন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শুল্কনীতি: সময় কি বাড়ছে?

এই নীতিকে “আমেরিকা ফার্স্ট” বা ‘আমেরিকা আগে’ বাণিজ্য কৌশলের মূল স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে। উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে তাদের নিজেদের বাজার আমেরিকান পণ্যের জন্য আরও উন্মুক্ত করা এবং তারা যেন নিজেদের শুল্ক হার কমায়।

৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই কি রাজনীতি করতে চায় এনসিপি?

জনসংযোগের জন্য পয়লা জুলাই থেকে দেশব্যাপী পদযাত্রা শুরু করে এনসিপি। তারই অংশ হিসেবে গত ১৬ই জুলাই গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দেয় দলটি। তবে জেলাটির ক্ষেত্রে একই কর্মসূচির নাম দেওয়া হয় 'মার্চ টু গোপালগঞ্জ'।

১৯ ঘণ্টা আগে

বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে আ.লীগ অপরাজনীতি শুরু করেছে: এ্যানি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫-১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল, তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরদিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড

২০ ঘণ্টা আগে

শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে। আর সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।

১ দিন আগে