বিএসএফের গুলিতে ফেনী সীমান্তে নিহত আরও এক বাংলাদেশি, চাঁপাইয়ে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০১: ৩৮
ফাইল ছবি

সকালে তথ্য মিলেছিল, ফেনী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন। সন্ধ্যার পর জানা গেল, একই ঘটনায় মারা গেছেন আরও এক বাংলাদেশি তরুণ। তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। পতাকা বৈঠকের মাধ্যমে সে মরদেহ ফিরিয়ে আনাএ চেষ্টা করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

ফেনীর পরশুরাম সীমান্তে এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে। এ দিন ভোরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও গুলি ছুড়েছে বিএসএফ। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি তরুণ। বৃহস্পতিবার রাতেই আবার শেরপুর সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।

স্থানীয়দের বরাত দিয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাকিম বলেন, বৃহস্পতিবার রাতে সীমান্তে মাছ ধরতে যান মোহাম্মদ ইয়াছিন ওরফে লিটন (৩২), মো. মিল্লাত হোসেন (২০) ও মো. আফছার (৩০)। সীমান্তের ২১৬৪ নম্বর পিলারের কাছ থেকে বিএসএফ ৪৩ ব্যাটালিয়নের আমজাদনগর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন।

স্থানীয়রা গুলির শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। গুরুতর আহত আফছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হাসান ভূঁইয়া বলেন, মিল্লাতের শরীরে দুটি ও আফছারের শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, সকালে একজন নিহত ও একজন আহতের তথ্যইঞ্জানা যায়। পরে দুপুরে বিজিবি জানতে পারে, একই ঘটনায় লিটনও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, গুলিবিদ্ধ লিটন ঝোপের আড়ালে পড়েছিলেন বলে তাকে দেখা যায়নি। পরে বিএসএফ সদস্যরা সেখানে গিয়ে তাকে ভারতের ভেতরে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুপুরে বিএসএফের গুলিতে আরও একজন নিহতের খবর পেয়ে আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। তারা স্বীকার করছে, নিহত ব্যক্তির মরদেহ তাদের ওখানকার একটি হাসপাতালে রাখা আছে।

বিজিবি অধিনায়ক বলেন, আমরা এর কড়া প্রতিবাদ জানিয়েছি। পরে বিকেলে ওদের সঙ্গে পতাকা বৈঠক করে মরদেহ ফেরত চেয়েছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে। শনিবার আমরা আবার আবার পতাকা বৈঠক আহ্বান করেছি। এর মধ্যে তাদের প্রক্রিয়া শেষ হলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনব।

এদিকে বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর বিওপির সীমান্তে বিএসএফ গুলি চালালে গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশি তরুণ মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়রা জানান, ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫-এর ১এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে সেলিম ও সুমন গুলিবিদ্ধ হন। বিজিবি অবশ্য এ ঘটনায় শুধ্য সেলিমের গুলিবিদ্ধ হওয়ার তথ্য জানিয়েছে।

স্থানীয়রা আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীরা সেলিম ও সুমনকে উদ্ধার করে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতাল থেকে তারা পালিয়ে যান।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনা তুলে ধরেছেন। তিনি জানান, শিংনগর বিওপির পক্ষ থেকে বিএসএফ দৌলতপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করেছে। তবে গুলি করার কথা স্বীকার করেনি। আহতদের পরিবারও এ ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার রাতেই আবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত এলাকার ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে ২১ জন রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ রয়েছেন পাঁচজন করে, বাকি ১১ জনই শিশু।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তারা ছয়টি পরিবারের সদস্য। ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মিরে চলে যান।

বিজিবি জানিয়েছে, ভারতে শ্রমিক হিসেবে হোটেল ও বাসাবাড়িতে কাজ করতেন এসব রোহিঙ্গা নাগরিকরা। মাসখানেক আগে ভারতীয় পুলিশের অভিযানে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে দেশটির পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাইকোর্টের আদেশ উপেক্ষা, বারুইগ্রাম চৌরাস্তায় বসল পশুর হাট

গত ২১ জুলাই হাইকোর্ট হাটের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রতি বৃহস্পতিবার করে চলে আসা হাটটি গতকাল বৃহস্পতিবারও (২৪ জুলাই) বসেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

১ দিন আগে

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশইন

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী। বাকি ১১ জন শিশু।

১ দিন আগে

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

রাস্তায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

২ দিন আগে