চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২১: ২৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং তাদের নিকটাত্মীয় করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তিনজনই এক মোটরসাইকেলে ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিকদারদিঘী এলাকায় পার্শ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিকশা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বিপরীতমুখী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনটি যান একসঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হাইকোর্টের আদেশ উপেক্ষা, বারুইগ্রাম চৌরাস্তায় বসল পশুর হাট

গত ২১ জুলাই হাইকোর্ট হাটের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রতি বৃহস্পতিবার করে চলে আসা হাটটি গতকাল বৃহস্পতিবারও (২৪ জুলাই) বসেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

১ দিন আগে

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশইন

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী। বাকি ১১ জন শিশু।

১ দিন আগে

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে

রাস্তায় ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ২ জনের

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

২ দিন আগে