দুর্ঘটনা নিয়ে লুকানোর কিছু নেই: বিমান বাহিনী প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২২: ০০
মঙ্গলবার বিধ্বস্ত হওয়া বিমানের পাইলটের ফিউনারেল প্যারেডের পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

তিনি বলেন, ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে। এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব? দুর্ঘটনা দুর্ঘটনাই।

মঙ্গলবার (২২ জুলাই) কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটিতে ওই বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ‘ফিউনারেল প্যারেড’ শেষে কথা বলেন তিনি।

দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুল-ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য। শেষ পর্যন্ত তিনি তার জীবন উৎসর্গ করেছেন।

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, দয়া করে দেশের এ বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না।

আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে, সেটিই এখন মূল লক্ষ্য বলে জানান বিমান বাহিনী প্রধান।

এক প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল হাসান বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এ দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফটাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ।

তিনি বলেন, আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি। প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সচিবালয়ের পর গুলিস্তানেও পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, হাসপাতালে ৩৫

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। সংঘর্ষের সময় বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে।

১৩ ঘণ্টা আগে

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে ড. নজরুল জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

১৪ ঘণ্টা আগে

আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায়

কমান্ড্যান্ট এস এম সোলায়মান বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা দগ্ধ ও আহতদের চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যাপারে পরামর্শ দেবেন তারা। এছাড়া সিএমএইচ থেকে দুজনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে।

১৫ ঘণ্টা আগে

পাওয়ার কোম্পানিতে কাজের সুযোগ, বেতন প্রায় দেড় লাখ

১৫ ঘণ্টা আগে