দুর্ঘটনায় হতাহতের সংখ্যা গোপন রাখা অসম্ভব: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২: ৫৮

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজন বা অভিপ্রায় সরকারের নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুধু তাই নয়, কোনো দুর্ঘটনা ঘটলে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন রাখা অসম্ভব বলেও মনে করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যের পেছনে তিনি দুই দশকের বেশি সময় ধরে মাঠের সাংবাদিকতার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শফিকুল আলম লিখেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে নিয়মিত তথ্য দিচ্ছে এবং সেনাবাহিনীও এ প্রক্রিয়ায় সহযোগিতা করছে। আমি জোর দিয়ে বলতে চাই, সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজনে বা অভিপ্রায়ে নেই।

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের ‘প্রকৃত সংখ্যা’ প্রকাশের দাবি ওঠে। বলা হচ্ছে, দেশের ইতিহাসের ভয়াবহতম এ বিমান দুর্ঘটনায় হতাহতের ‘প্রকৃত সংখ্যা’ প্রকাশ করা হচ্ছে না। এ নিয়ে অনলাইন-অফলাইনে অনেকেই সরব হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) মাইলস্টোনে দিনভর শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করেছেন, তার মধ্যে অন্যতম দাবিও ছিল এটি। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজ পরিদর্শনে গেলে সেখানে তাদের ৯ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অবশ্য মঙ্গলবার একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে হতাহতের সংখ্যা গোপন করার অভিযোগকে ‘অপপ্রচার’ বলে অভিহিত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ছয়টি দাবিই যৌক্তিক বলে আরেক বিবৃতিতে জানিয়েছে সরকার।

এসব প্রসঙ্গ টেনে শফিকুল আলম লিখেছেন, আমরা গতকাল (মঙ্গলবার) মাইলস্টোন কলেজে গিয়েছিলাম শোকাহত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এবং সেই শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলতে, যারা এখনো এ ট্র্যাজেডির মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি।

প্রেস সচিব বলেন, চারপাশের পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারী। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা বলেছেন এবং শেয়ার মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ নিয়ে অসন্তোষ জানিয়েছেন। আমরা টানা ৯ ঘণ্টা কলেজে অবস্থান করেছি। চাইলে আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগের আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। প্রয়োজনে তারা আরও দীর্ঘ সময় থাকতেও প্রস্তুত ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে, আমরা কেবল তখনই বিদায় নিয়েছি।

হতাহতের সংখ্যা গোপন করার সুযোগ নেই জানিয়ে শফিকুল বলেন, ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু বড় দুর্যোগ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা কার্যত অসম্ভব।

মাইলস্টোন কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, প্রাথমিকভাবে নিখোঁজের তালিকা পরিবার থেকে আসে। পরে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য দিয়েও নিহতের স্বজনের খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ধরে কাজ করতে পারে।

হতাহতের তথ্য নিয়মিত জানাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসে কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানান শফিকুল আলম। বলেন, এই কন্ট্রোল রুমে আপডেট করা হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরও এ কার্যক্রমে যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি, এই কন্ট্রোল রুম আজই পূর্ণভাবে কার্যকর হবে।

হতাহতের ঘটনা সরকার গভীরভাবে শোকাহত উল্লেখ করে প্রেস সচিব বলেন, এটি একটি জাতীয় ট্র্যাজেডি। নিহত সবাইকে আমরা শহিদ হিসেবে শ্রদ্ধা জানাই। আসুন, আমরা একসঙ্গে কাজ করি, যেন ভবিষ্যতে আর কোনো বিমান দুর্ঘটনা না ঘটে।

আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে মন্তব্য করে সরকার জাতীয় নিরাপত্তা জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং বিমান-সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা শূন্যে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন প্রেস সচিব শফিকুল আলম।

এদিকে সোমবারের (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৬৪ জন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দেশজুড়ে ভ্যাপসা গরম, ৫ বিভাগ ও ৫ অঞ্চলে তাপপ্রবাহ

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৩ ঘণ্টা আগে

গার্টনার ম্যাজিক কোয়াড্রান্ট তালিকায় টানা ৩ বছর শীর্ষে হুয়াওয়ে

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তারযুক্ত ও তারহীন লোকাল এরিয়া নেটওয়ার্ক অবকাঠামো সেবা দিয়ে গার্টনার ম্যাজিক কোয়াড্রান্টের ২০২৫ সালের প্রতিবেদনে ‘লিডার’ গ্রুপে জায়গা করে নিয়েছে হুয়াওয়ে।

৩ ঘণ্টা আগে

পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা

বৈঠকে অংশ নেওয়া সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানান। তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজ

৩ ঘণ্টা আগে

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৮ জন এখনো সংকটাপন্ন

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন আরও জানান, এই আটজন ছাড়াও বার্ন ইনস্টিটিউটে আরও ৩৬ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৩ জন জনের শারীরিক অবস্থা ‘সিভিয়ার’ বা গুরুতর এবং বাকি ২৩ জনের শারীরিক অবস্থা ‘ইন্টারমিডিয়েট’ বা মাঝামাঝি অবস্থায় রয়েছে।

৪ ঘণ্টা আগে