রাবিতে ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তের দাবিতে অনশন

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৭: ০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবারও অনশন শুরু করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, গত ২২ মে বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে অনশনে বসেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত নাম ছিল ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’। তবে এখন পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি বলে অভিযোগ তাদের।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন—‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘বিভাগ কারও বাপের না, কারও কথায় চলে না’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি।

আন্দোলনে থাকা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘আমাদের প্রস্তাবিত নামটি এত দিনেও চূড়ান্ত করা হয়নি। এখন শুনছি, অন্য একটি নাম সুপারিশ করা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন চলবে।’

আহসান হাবিব নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা সঠিক জবাব চাই।’

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ডিন অফিসে সভা হয়েছে। সেখানে বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। একাধিক নাম প্রস্তাব করা হয়েছে। উপাচার্যের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

১৬ ঘণ্টা আগে

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

১৭ ঘণ্টা আগে

সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

১৭ ঘণ্টা আগে