কুমিল্লা প্রতিনিধি
এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থার ভিডিওধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এবার এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।
বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কড়ইবাড়ী গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫) এবং তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় ওই নারীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে জেল পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র অবস্থার ভিডিওধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার মুরাদনগরে এবার এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাদের পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।
বাংগরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কড়ইবাড়ী গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫) এবং তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
ওসি মাহফুজুর রহমান আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে গত বৃহস্পতিবার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিবস্ত্র অবস্থায় ওই নারীর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দেশব্যাপী আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মারধরে আহত হওয়ায় তাকে হাসপাতালে জেল পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ঘটনায় ভিডিও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
১৫ ঘণ্টা আগেদীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।
১৬ ঘণ্টা আগেনেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।
১৬ ঘণ্টা আগে