সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০: ৪৫
নাইমুর রহমান দুর্জয়। ফাইল ছবি

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, (এমপি) নাঈমুর রহমান দুর্জয়কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মানিকগঞ্জের দুই থানায় দুটি মামলা রয়েছে।

বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক গ্রেপ্তার হন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ–বাণিজ্যসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

১৬ ঘণ্টা আগে

সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

১৬ ঘণ্টা আগে

পার্বত্য চট্টগ্রামের ১০০ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ

বৈঠকে উপস্থিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে ভার্চুয়াল পড়াশোনা চালুর ক্ষেত্রে তিন ধরনের চ্যালেঞ্জ রয়েছে— দুর্গম এলাকায় বিদ্যুতের ঘাটতি, ইন্টারনেট সংযোগের অভাব এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার স্থানীয় দক্ষ শিক্ষকের অভাব।

১ দিন আগে