পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০: ০১
পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন। ছবি: রাজনীতি ডটকম

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

বুধবার (২ জুলাই) বিকেলে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে এক হাজার ৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে এক হাজার ১৭২ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সভাপতি পদে এই দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আইনজীবী মজিবর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বসির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। সাধারণ সম্পাদক পদে আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আইনজীবী আব্দুল হক ফরাজী।

এর আগে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৫ এপ্রিল। ওই সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

পরে ২০১৩ সালের ১৪ মে ১৭১ সদস্যবিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ওই কমিটির সভাপতি হন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক করা হয় এম এ রব মিয়াকে।

এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে। পরদিন ৩ নভেম্বর এ কমিটি ভেঙে দিয়ে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করল সেই কমিটি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুরাদনগরে এবার মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা

ওসি বলেন, রুবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এর জের ধরে সকাল ৯টার দিকে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে। এ সময় মারধরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

১৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধীদের দাবির মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়ে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, বুধবার রস্ত সাড়ে ৮টার দিকে নাঈমুর রহমান দুর্জয়কে লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর ও সদর থানার দুটি মামলার আসামি তিনি। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

১৭ ঘণ্টা আগে

সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

নেতাকর্মীরা জানান, বুধবার ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এখানে ত্যাগী নেতাদের জায়গা হয়নি। টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল দাবি করেন তারা। ২৪ ঘণ্টার মধ্যে কমিটি প্রত্যাহার করা না হলে পুনরায় সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

১৮ ঘণ্টা আগে