রুয়েটে 'ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ' প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭: ৩৯

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

আজ বুধবার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা ঘুরে দেখে বলেন, “উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি জানান, “শিক্ষার্থীদের তৈরি প্রেজেন্টেশনগুলো ইতোমধ্যে কিছু কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। এতে কম সময়ে বেশি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।”

প্রতিযোগিতায় আইপিই বিভাগের ২১, ২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীরা ১২টি গ্রুপে অংশ নেন। প্রতিটি গ্রুপ ছয় সদস্যের। তারা বাস্তবধর্মী একটি উৎপাদন সমস্যার সমাধান প্রস্তাবসহ প্রোটোটাইপ উপস্থাপন করেন।

সময় ব্যবস্থাপনা, উৎপাদন দক্ষতা এবং বিশ্লেষণী চিন্তাশক্তির ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সমস্যা সমাধান দক্ষতা বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে ডেকোরেটর ব্যবসায়ী হত্যায় দিনাজপুরে গ্রেপ্তার ৭

রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাত ভাই-ভাতিজাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করার এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি

৯ ঘণ্টা আগে

ক্লাস ফেলে এখানে আসা ঠিক হয়নি তোমাদের

তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

১২ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালী, উপকূলে ডুবেছে বীজতলা

টানা বৃষ্টির কারণে রাঙ্গাবালী উপজেলাসহ জেলার উপকূলীয় নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। অধিকাংশ খালে বাঁধ ও জলকপাট অকেজোসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত। ডুবে গেছে আমনের বীজতলা। পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারাও।

১৮ ঘণ্টা আগে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা

১ দিন আগে