রাবিতে দ্রুত রাকসু নির্বাচনের দাবি গণতান্ত্রিক ছাত্রজোটের

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭: ৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচন দ্রুত আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ছয় ছাত্র সংগঠনের এই মোর্চা।

ঘোষিত দাবিগুলো হলো- দ্রুত রাকসু নির্বাচন দিতে হবে; নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে এবং সিট বরাদ্দে স্বচ্ছতা আনতে হবে; হল প্রাধ্যক্ষের স্বাক্ষরের জন্য নির্ধারিত ৫০ টাকার ফি বাতিলসহ ডাইনিংয়ে বরাদ্দ বাড়াতে হবে; ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার করতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু করতে হবে।

লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’

তিনি জানান, দাবিগুলোর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী সাত দিন ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি চলবে। অন্য ছাত্র সংগঠনগুলোকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র গণমঞ্চ, ছাত্র ইউনিয়ন (একাংশ), বিপ্লবী ছাত্রযুব আন্দোলন ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতারাও উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে ডেকোরেটর ব্যবসায়ী হত্যায় দিনাজপুরে গ্রেপ্তার ৭

রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাত ভাই-ভাতিজাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করার এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি

১১ ঘণ্টা আগে

ক্লাস ফেলে এখানে আসা ঠিক হয়নি তোমাদের

তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

১৪ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালী, উপকূলে ডুবেছে বীজতলা

টানা বৃষ্টির কারণে রাঙ্গাবালী উপজেলাসহ জেলার উপকূলীয় নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। অধিকাংশ খালে বাঁধ ও জলকপাট অকেজোসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত। ডুবে গেছে আমনের বীজতলা। পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারাও।

২০ ঘণ্টা আগে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা

১ দিন আগে