রাজশাহী সদর আসনে জামায়াতের প্রার্থী ডা. জাহাঙ্গীর

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৭: ৫১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি বলেন, “নির্বাচনে ডা. জাহাঙ্গীরকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”

রাজশাহী-২ (সদর) আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক আসন হিসেবে পরিচিত। এখানে ঐতিহাসিকভাবে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

জামায়াতের দলীয় সূত্র বলছে, ডা. জাহাঙ্গীর চিকিৎসা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুনাম ও গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী নির্বাচনে এগিয়ে রেখেছে। জামায়াতের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী-২ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন তারা।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এর আগে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের মহানগর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে এনেসথেসিয়ার চিকিৎসক হিসেবে কর্মরত আছেন তিনি।

উল্লেখ্য, রাজশাহীর অন্য পাঁচটি আসনে আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী এলাকায় এসব প্রার্থীরা বিভিন্ন গণসংযোগ ও কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ক্লাস ফেলে এখানে আসা ঠিক হয়নি তোমাদের

তিনি বলেন, ‘তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি। জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও।’

৯ ঘণ্টা আগে

টানা বৃষ্টিতে জলমগ্ন পটুয়াখালী, উপকূলে ডুবেছে বীজতলা

টানা বৃষ্টির কারণে রাঙ্গাবালী উপজেলাসহ জেলার উপকূলীয় নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। অধিকাংশ খালে বাঁধ ও জলকপাট অকেজোসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষি ক্ষেত। ডুবে গেছে আমনের বীজতলা। পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারাও।

১৫ ঘণ্টা আগে

মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, ফেনীতে বন্যার শঙ্কা

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা

১ দিন আগে

'আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি'

আবরার ফাহাদ থেকে আবু সাঈদ-মুগ্ধরা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

১ দিন আগে