বেনাপোল (যশোর) প্রতিনিধি
কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে আমদানি করা পণ্য শুল্কায়নের কাজসহ বন্দর থেকে খালাস প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুল্কায়নের কাজ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে কাস্টমস হাউজ।
কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় প্রতিদিন বন্দরের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে যাত্রী চলাচল ও বন্দরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড স্বাভাবিক আছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল স্বাভাবিক। এরপর বন্ধ হয়ে যায় আমদানি কার্যক্রম। এর জের ধরে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরাও রপ্তানি পণ্য নিতে অস্বীকৃতি জানান। ফলে আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সই করা প্রেস নোটে জানানো হয়েছে, বুধবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ওই দিন এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে সবাই অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টমস হাউজ ও এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতি আওতামুক্ত রেখে। অন্যদিকে আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
বুধবার দুপুরের পর থেকে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের ঘোষণার পর থেকেই শুল্কায়ন বন্ধ হয়ে যায়। এর আগে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির অংশ হিসেবে অন্যান্য শুল্ক হাউজের মতো বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারাও কলম বিরতি পালন করেছেন।
বুধবার সকাল থেকে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও দরজা বন্ধ করে কোনো কাজ করছেন না। দুপুর ২টার আগ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ২টার পর থেকে বন্ধ রয়েছে। যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। আর পণ্য খালাস না হওয়ার কারণে আমদানিকারকদের প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কর্মকর্তাদের কর্মবিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে বেলা ২টা পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। তবে ২টার পর থেকে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আমদানি পণ্য না নিলে রপ্তানি পণ্য নেবেন না বলে রপ্তানি বন্ধ করে দেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান কাস্টমস বলেন, আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেনাপোল কাস্টমস হাউজেও কর্মবিরতি পালন করছি।
কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে আমদানি করা পণ্য শুল্কায়নের কাজসহ বন্দর থেকে খালাস প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। শুল্কায়নের কাজ বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে কাস্টমস হাউজ।
কর্মবিরতিতে বন্দর থেকে পণ্য খালাস নিতে না পারায় প্রতিদিন বন্দরের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারকদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে যাত্রী চলাচল ও বন্দরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড স্বাভাবিক আছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম ছিল স্বাভাবিক। এরপর বন্ধ হয়ে যায় আমদানি কার্যক্রম। এর জের ধরে ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টরাও রপ্তানি পণ্য নিতে অস্বীকৃতি জানান। ফলে আমদানির পাশাপাশি রপ্তানি কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা অধ্যাদেশ বাতিল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সই করা প্রেস নোটে জানানো হয়েছে, বুধবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে লাগাতার অসহযোগ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ওই দিন এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে সবাই অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা ঘোষণা দিয়েছেন, আগামী শনিবার ও রোববার কাস্টমস হাউজ ও এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টমস হাউজ ও এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতি আওতামুক্ত রেখে। অন্যদিকে আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
বুধবার দুপুরের পর থেকে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়নের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রের ঘোষণার পর থেকেই শুল্কায়ন বন্ধ হয়ে যায়। এর আগে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির অংশ হিসেবে অন্যান্য শুল্ক হাউজের মতো বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারাও কলম বিরতি পালন করেছেন।
বুধবার সকাল থেকে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও দরজা বন্ধ করে কোনো কাজ করছেন না। দুপুর ২টার আগ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ২টার পর থেকে বন্ধ রয়েছে। যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতির কারণে বেনাপোল কাস্টমস হাউজে শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এতে বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে না। আর পণ্য খালাস না হওয়ার কারণে আমদানিকারকদের প্রতিদিন বন্দরের ভাড়া গুনতে হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রতিদিন কোটি কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কর্মকর্তাদের কর্মবিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে বেলা ২টা পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। তবে ২টার পর থেকে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা আমদানি পণ্য না নিলে রপ্তানি পণ্য নেবেন না বলে রপ্তানি বন্ধ করে দেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান কাস্টমস বলেন, আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে বেনাপোল কাস্টমস হাউজেও কর্মবিরতি পালন করছি।
নীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ফকিরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
১৯ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি প্রাচীন বিলের (জলাশয়) নাম ‘বলদা বিল’। দেশি মাছের অভয়ারণ্য হিসেবে বিলটি পরিচিত। সেই বিলের মধ্যে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মৎস্য খামারের পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে বিলটির অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।
২০ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।
১ দিন আগে