শেখ হাসিনার নামে ‘ডামি নির্বাচনে ভোট চুরি’র মামলা ৪৮ ঘণ্টায় প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২৩: ২৫
অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। ফাইল ছবি

টাঙ্গাইলে ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’ আয়োজন ও ‘ভোট চুরি’র অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ১৯৩ জনের নামে আদালতে দায়ের করা মামলা ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ মে) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খানের বক্তব্য শোনেন এবং মামলাটি নথিজাত করার আদেশ দেন। মামলায় টাঙ্গাইলের পাঁচজন আসামি ছিলেন।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। এরপর আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।

এর আগে গত সোমবার ওই আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় জেলা জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার পর মামলায় অভিযুক্ত পাঁচ সাংবাদিকের নাম বাতিল চেয়ে বাদী কামরুল হাসান আদালতে অনাপত্তিপত্র দেন।

বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ও ভোটচুরির নির্বাচন’ আখ্যায়িত করে ১৯ মে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে বাদী নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি নিয়ে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আগামি ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করেছিলেন।

আইনজীবী আবু রায়হান খান আরও বলেন, মঙ্গলবার পাঁচজন সাংবাদিককে মামলা থেকে প্রত্যাহারে বাদী অনাপত্তিপত্র দিয়েছিলেন। পরে বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলেই প্রত্যাহারের আবেদন করেছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ফকিরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

১৩ ঘণ্টা আগে

কাকরাইল-সচিবালয়-মৎস্য ভবন এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

১৮ ঘণ্টা আগে

নান্দাইলে বিলে গড়ে তোলা হচ্ছে মৎস্য খামার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি প্রাচীন বিলের (জলাশয়) নাম ‌‘বলদা বিল’। দেশি মাছের অভয়ারণ্য হিসেবে বিলটি পরিচিত। সেই বিলের মধ্যে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মৎস্য খামারের পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে বিলটির অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

১৯ ঘণ্টা আগে

টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

১ দিন আগে