মহাসড়কে বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২২: ০৯
আল ইমরান পরিবহনের এই বাসটিতে মঙ্গলবার রাতে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বুধবার সকালে বাসটি উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত বেঁধে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসের এক যাত্রী থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও একই রুটে একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ২০২২ সালে কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতিসহ নারী যাত্রীদের ধর্ষণের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরের পথে যাত্রা করা আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বুধবার (২১ মে) বিকেলে মিনু মিয়া নামে বাসটির একজন যাত্রী অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

বাসের যাত্রীরা বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আল ইমরান পরিবহনের বাসটি আব্দুল্লাহপুর থেকে রংপুরের পথে রওয়ানা দেয়। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। জনাদশেক নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

যাত্রীরা জানান, যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক ধরে কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত ছুরি-চাপাতিসহ দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেন। তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ-মুখ বেঁধে ফেলেন। যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, অলংকার ও মালামাল লুট করে নেন। এ সময় একাধিক নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীদের অভিযোগ, ডাকাত দলটি বাস নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে আরও কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। ভোরের দিকে গিয়ে তারা বাসটি ছেড়ে দেয়। এ সময় পুলিশকে জানালে পুলিশ বাসটি উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

ওই বাসের যাত্রী জাহানারার বাড়ি রংপুর। তিনি বলেন, রাতে বাসে করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলাম। সামনের দিকে বসেছিলাম। ডাকাতরা আমার হাত-চোখ বাঁধে। আমার কানের দুল ও নাকের ফুল নিয়ে গেছে। অন্য নারী যাত্রীদের গায়ে হাত দেওয়া হয়েছে। দুইজন ডাকাত বাসেই যাত্রী সেজে ছিল। পরে তারা অন্য ডাকাতদের ফোন করে বাসে ডেকে নেয়।

বাসের আরেক নারী যাত্রী বলেন, হাত-পা বেঁধে আমাকে গাড়ির পেছনে নিয়ে গিয়েছিল। তারা আমার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়েছে। এ ছাড়াও আমার মোবাইল ফোন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে।

এই যাত্রী আরও বলেন, বাইপাইল পর্যন্ত যাত্রী তুলল বাসে। বাইপাইল পার হওয়ার পর ডাকাতি শুরু করে। প্রথমে ড্রাইভারের হাত-পা বেঁধে ডাকাত দলের একজন গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে একে একে স্কচ টেপ দিয়ে সবার মুখ বাঁধে। মেয়েদের শরীরে হাত দেয়। আমরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছি।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে ডাকাত সদস্যরা বাসে ওঠেন। মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়া ডাকাতরা তাদের কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় এক যাত্রী থানায় মামলা করেছেন। পুলিশের ডিবি ও সদর থানাসহ একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি একই মহাসড়কে ইউনিক রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ফকিরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

১৪ ঘণ্টা আগে

কাকরাইল-সচিবালয়-মৎস্য ভবন এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

২০ ঘণ্টা আগে

নান্দাইলে বিলে গড়ে তোলা হচ্ছে মৎস্য খামার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি প্রাচীন বিলের (জলাশয়) নাম ‌‘বলদা বিল’। দেশি মাছের অভয়ারণ্য হিসেবে বিলটি পরিচিত। সেই বিলের মধ্যে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা মৎস্য খামারের পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে বিলটির অস্তিত্ব এখন হুমকির মুখে পড়েছে।

২১ ঘণ্টা আগে

টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে টানা চার দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

১ দিন আগে