টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। এতে নদীর পারে অসময়ে শুরু হয়েছে ভাঙন। গত বছর নদীর ভাঙনের পর যেটুক ভূমি ছিল, সেটুকুও এবার ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কিছু এলাকায় ভাঙন শুরুও হয়েছে। বারবার দাবি জানিয়েও বাঁধ না পাওয়ায় বছর বছর এমন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় চরম হতাশা আর আতঙ্কে এখন দিন কাটছে যমুনাপারের বাসিন্দাদের।
স্থানীয়রা জানাচ্ছেন, ভূঞাপুরের জিগাতলা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল আবাদ করেছিলেন। এ ছাড়াও রামপুর, গোপীনাথপুর, বাসুদেবকোল এলাকার চিত্রও একই।
গত বছরের মত এ বছরও উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ীসহ কয়েকটি এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন নদীপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বার বার আশ্বাস দিলেও বাঁধের কাজ শুরু হচ্ছে না।
বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙতে শুরু করেছে যমুনা নদীর তীরবর্তী এলাকা। ছবি: রাজনীতি ডটকম
এদিকে প্রতি বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা বাঁধের জিওব্যাগ আনলোড ড্রেজারগুলোর কারণে মাটি ধসে যাচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধপাকা সড়ক, গাইড বাঁধ, বসত-বাড়ি, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ভাঙনের হুমকির মুখে পড়ছে।
জিগাতলা গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্তরা বলছেন, এখান থেকে প্রতি বছর অবৈধভাবে বালু তোলা হতো। ওই সময় কেউ প্রতিবাদ করতে পারত না, প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো। এ প্রভাবেই এখন গোটা এলাকা ভাঙনের মুখে রয়েছে।
তারা আরও বলছেন, যমুনা নদীতে কয়েক সপ্তাহ ধরে পানি বাড়ছে। এতে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ফসলি জমির সঙ্গে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
যে এলাকায় নদী ভাঙছে, তার পাঁচ থেকে ছয় শ মিটারের মধ্যেই রয়েছে বসতি। ছবি: রাজনীতি ডটকম
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শামীম মিয়া বলেন, ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারের সঙ্গে তিনি ভাঙন কবলিত জিগাতলা এলাকা পরিদর্শন করেছেন। যেসব জায়গায় ভাঙন শুরু হয়েছে তার থেকে পাঁচ-ছয় শ মিটার দূরেই ঘরবাড়ি রয়েছে। এলাকাটি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জানতে চাইলে ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা প্রয়োজনে জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। এতে নদীর পারে অসময়ে শুরু হয়েছে ভাঙন। গত বছর নদীর ভাঙনের পর যেটুক ভূমি ছিল, সেটুকুও এবার ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কিছু এলাকায় ভাঙন শুরুও হয়েছে। বারবার দাবি জানিয়েও বাঁধ না পাওয়ায় বছর বছর এমন ভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় চরম হতাশা আর আতঙ্কে এখন দিন কাটছে যমুনাপারের বাসিন্দাদের।
স্থানীয়রা জানাচ্ছেন, ভূঞাপুরের জিগাতলা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল আবাদ করেছিলেন। এ ছাড়াও রামপুর, গোপীনাথপুর, বাসুদেবকোল এলাকার চিত্রও একই।
গত বছরের মত এ বছরও উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ীসহ কয়েকটি এলাকায় ভাঙনের শঙ্কা রয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন নদীপারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বার বার আশ্বাস দিলেও বাঁধের কাজ শুরু হচ্ছে না।
বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙতে শুরু করেছে যমুনা নদীর তীরবর্তী এলাকা। ছবি: রাজনীতি ডটকম
এদিকে প্রতি বছর বন্যায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা বাঁধের জিওব্যাগ আনলোড ড্রেজারগুলোর কারণে মাটি ধসে যাচ্ছে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা ও আধপাকা সড়ক, গাইড বাঁধ, বসত-বাড়ি, মসজিদ-মন্দির, ছোট-বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা ভাঙনের হুমকির মুখে পড়ছে।
জিগাতলা গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্তরা বলছেন, এখান থেকে প্রতি বছর অবৈধভাবে বালু তোলা হতো। ওই সময় কেউ প্রতিবাদ করতে পারত না, প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো। এ প্রভাবেই এখন গোটা এলাকা ভাঙনের মুখে রয়েছে।
তারা আরও বলছেন, যমুনা নদীতে কয়েক সপ্তাহ ধরে পানি বাড়ছে। এতে কিছু কিছু স্থানে ভাঙন দেখা দিয়েছে। কিন্তু ভাঙনরোধে কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ফসলি জমির সঙ্গে তাদের ঘরবাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা।
যে এলাকায় নদী ভাঙছে, তার পাঁচ থেকে ছয় শ মিটারের মধ্যেই রয়েছে বসতি। ছবি: রাজনীতি ডটকম
টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শামীম মিয়া বলেন, ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারের সঙ্গে তিনি ভাঙন কবলিত জিগাতলা এলাকা পরিদর্শন করেছেন। যেসব জায়গায় ভাঙন শুরু হয়েছে তার থেকে পাঁচ-ছয় শ মিটার দূরেই ঘরবাড়ি রয়েছে। এলাকাটি মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জানতে চাইলে ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা প্রয়োজনে জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরের পথে যাত্রা করা আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। বুধবার (২১ মে) বিকেলে মিনু মিয়া নামে বাসটির একজন যাত্রী অজ্ঞাত আট-নয়জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
১৪ ঘণ্টা আগেছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ১০টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ মাঠে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আগেই রাতের অন্ধকারে কে বা কারা কর্মসূচিতে নেওয়া ডেকোরেটরের মালামাল আগু
১৫ ঘণ্টা আগেনীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের ফকিরপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
১৯ ঘণ্টা আগেবিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।
১ দিন আগে