ক্লাব বিশ্বকাপ

পিএসজিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: রয়টার্স

ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে মাঠে দাঁড়াতেই দেয়নি চেলসি। দলটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি।

অথচ ফাইনালে সবদিক থেকেই এগিয়ে ছিল পিএসজি। ফরাসি ক্লাবটি লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। ক্লাব বিশ্বকাপেও প্রতিটি রাউন্ডে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে তারা। অপরদিকে সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে চার নম্বরে ছিল চেলসি।

আজ সোমবার (১৪ জুলাই) ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোল করে চেলসি। অর্থাৎ শুরুতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ম্যাচ থেকে বের করে দেয় ব্লুজরা।

মেটলাইফ স্টেডিয়ামে ইংলিশ ফুটবলার কোল পালমারের অসাধারণ জোড়া গোল এবং ব্রাজিলিয়ান তারকা হোয়াও পেদ্রোর এক গোলে পিএসজির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। শেষ পর্যন্ত জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয় গোল তিনটিই।

অথচ ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, একক আধিপত্য বিস্তার করে খেলেছে পিএসজি। তাদের বল দখলের পরিমাণ ছিল ৬৭ ভাগ। চেলসির ছিল ৩৩ ভাগ। তবে চেলসি কোচ এনজো মারেসকা বেশ ভালোভাবেই পিএসজির দুর্বলতা খুঁজে বের করতে পেরেছিলেন।

কাউন্টার অ্যাটাক থেকে লম্বা পাসে পিএসজির ডিফেন্স পুরোপুরি উন্মুক্ত হয়ে যায়। সে সুযোগটাই ব্যবহার করেছে চেলসি। লম্বা পাস ধরে দারুণ শটে দু’বার পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে পরাস্ত করেন কোল পালমার। একবার ২২তম মিনিটে এবং অন্যবার ৩০মিনিটে গোল করে চেলসির জয়ে ভূমিকা রাখেন তিনি। ৪৩তম মিনিটে শেষ গোলটি করেন হোয়াও পেদ্রো।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

৭ দিন আগে

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

৮ দিন আগে

কোন ভিটামিনের অভাবে ত্বকের ক্যান্সার হতে পারে?

কিছু ভিটামিনের ঘাটতিও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ভিটামিন ডি-এর অভাব ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে ত্বকের কোষে অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া ভিটামিন এ, সি ও ই-এর অভাবও ত্বকের সুস্থতা নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকিতে ভূমিকা রাখে

১০ দিন আগে

পূর্ব তিমুরের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে লাওসে বাছাইপর্ব খেলছে আফঈদা-সাগরিকারা। সেখানেই তারা ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তিমুর লেস্তে তথা পূর্ব তিমুরের।

১১ দিন আগে