পূর্ব তিমুরের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

ক্রীড়া ডেস্ক
পূর্ব তিমুরকে ৮ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: বাফুফে

প্রথম ম্যাচে লাওসের পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তৃষ্ণার হ্যাটট্রিকে এবার তিমুরের জালে সাগরিকারা বল জড়িয়েছেন ৮ বার। কোনো গোল না খেলে ৮-০ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে লাওসে বাছাইপর্ব খেলছে আফঈদা-সাগরিকারা। সেখানেই তারা ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তিমুর লেস্তে তথা পূর্ব তিমুরের।

আট গোলের এই ম্যাচে তৃষ্ণা হ্যাটট্রিক করেছেন। একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার। দুই অর্ধেই হয়েছে সমান চারটি করে গোল।

ম্যাচের শুরুতে অবশ্য দাপট দেখায় পূর্ব তিমুর। প্রথম কয়েক মিনিট ধরেই আক্রমণ করতে থাকে তারা। তবে রক্ষণদূর্গ আর গোলরক্ষকের দৃঢ়তায় তাদের হতাশ হতে হয়। ১৫ মিনিট নাগাদ খেলায় ছন্দ ফিতে পেতে শুরু করে সাগরিকারা। প্রথম গোলের জন্য অবশ্য অপেক্ষা করতে হয় আরও পাঁচ মিনিট।

২০ মিনিটের মাথায় সিনহা জাহান শিখার দুর্দান্ত হেডে ভাঙে ডেডলক, এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কর্নার থেকে সরাসরি গোল করে ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। নবীরণ খাতুন ও তৃষ্ণা আরও দুটি গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ নিশ্চিত করে মেয়েরা।

দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলেন তৃষ্ণা, শান্তি মার্ডির ক্রস থেকে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। ৭২ মিনিটে গোলের দেখা পান সাগরিকা, ব্যবধান হয় ৬-০। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। শেষ দিকে মুনকি আক্তার গোল পেলে ব্যবধান দাঁড়ায় ৮-০-তে।

‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছিল আফঈদা-সাগরিকারা। পূর্ব তিমুরকে হারিয়ে দুই ম্যাচেই জয় নিয়ে গ্রুপের শীর্ষে থাকল পিটার বাটলারের শিষ্যরা। সন্ধ্যায় অবশ্য শক্তিশালী দক্ষিণ কোরিয়া লাওসকে হারালে উঠে যাবে শীর্ষস্থানে। সে ক্ষেত্রে ১০ আগস্ট বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ম্যাচেই নির্ধারণ হবে কে হচ্ছে গ্রুপের চ্যাম্পিয়ন।

এএফপি অনূর্ধ্ব-২০ কাপের বাছাই থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে মূল পর্বে। আট গ্রুপের সেরা তিন রানার্স-আপও সুযোগ পাবে মূল পর্বে। তবে সাগরিকারা নিশ্চয় চাইবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই মূল পর্ব নিশ্চিত করতে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

৭ দিন আগে

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

৮ দিন আগে

কোন ভিটামিনের অভাবে ত্বকের ক্যান্সার হতে পারে?

কিছু ভিটামিনের ঘাটতিও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ভিটামিন ডি-এর অভাব ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে ত্বকের কোষে অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া ভিটামিন এ, সি ও ই-এর অভাবও ত্বকের সুস্থতা নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকিতে ভূমিকা রাখে

১০ দিন আগে

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করল পাকিস্তান

এশিয়ান হকি ফেডারেশনকেও আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। ভারতের মাটিতে নিজেদের নিরাপত্তা ঘাটতির কথা উল্লেখ করেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

১২ দিন আগে