ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক, রাজনীতি ডটকম

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। এদিন একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

আফঈদা খন্দকারদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এই টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিয়ে আজও মাঠে নেমেছে। নেমেই ভুটানের বিপক্ষে পেয়ে যান ১-০ গোলের লিড।

এর আগে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কা ও নেপালকে পরাজিত করেছে।

খেলা শুরুর আগে অধিনায়ক আফঈদা বলেন, নেপালের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছি এবং কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলব।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভুটান কখনোই বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ ছিল না। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিলেন।

গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ৪-২। বয়সভিত্তিক আসরেও ভুটান বাংলাদেশের মেয়েদের কাছে কোনো হুমকি হতে পারেনি।

২০২৩ সালের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও আকলিমা-শামসুন্নাহাররা ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন। এবারের আসরেও শামসুন্নাহার ভালো পারফর্ম করছেন এবং গোল পাচ্ছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

৭ দিন আগে

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

৮ দিন আগে

কোন ভিটামিনের অভাবে ত্বকের ক্যান্সার হতে পারে?

কিছু ভিটামিনের ঘাটতিও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ভিটামিন ডি-এর অভাব ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে ত্বকের কোষে অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া ভিটামিন এ, সি ও ই-এর অভাবও ত্বকের সুস্থতা নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকিতে ভূমিকা রাখে

১০ দিন আগে

পূর্ব তিমুরের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে লাওসে বাছাইপর্ব খেলছে আফঈদা-সাগরিকারা। সেখানেই তারা ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তিমুর লেস্তে তথা পূর্ব তিমুরের।

১১ দিন আগে