জিম্বাবুয়েকে গুঁড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইল যুবারা

ক্রীড়া ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি: সংগৃহীত

এক ম্যাচ পর ফের ছন্দে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে প্রায় ওভার হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে। এতে জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজে শিরোপার দৌড়েও টিকে রইল টাইগার যুবারা।

টানা দুই জয়ের পর ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেই হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে শুক্রবার (১ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে ফের ঘুরে দাঁড়িয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

এ দিন টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। জিম্বাবুয়ের যুবা ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের বোলাররা। বোলিং তোপে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

জিম্বাবুয়ের চার ব্যাটার ছাড়া বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল হ্লাবানগানা। ২০ রানের ইনিংস খেলেন ব্রান্ডন এনদিওয়েনি।

২৭ রান খরচায় যুবা টাইগারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দুটি করে উইকেট তুলে নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম।

রান তাড়ার শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন রিফাত বেগ। এরপর ১৬ বলে ২০ রান করে বিদায় নেন কালাম সিদ্দিকী।

অধিনায়ক আজিজুল হাকিম ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। তার সঙ্গী রিজান হোসেন অপরাজিত ছিলেন ২৬ বলে ২১ রানে।

জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেটই নেন শেল্টন মাজভিতোরেরা। তিনি খরচ করেন ২৮ রান।

এ জয়ের পর চার ম্যাচে ৩ জয়ে টেবিলে প্রোটিয়াদের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল আজিজুল হাকিমরা। ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে লাল সবুজদের। ৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা আর ৮ আগস্ট জিম্বাবুয়ের মুখোমুখি হবে যুবারা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর

জর্জিনা ছিলেন একজন সাধারণ বিক্রয়কর্মী। কিন্তু খ্যাতি বা সামাজিক অবস্থানের ভিন্নতা তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

৭ দিন আগে

আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবার নতুন করে দুঃসংবাদ পেল টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে লাল সবুজের দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর নবম স্থানে উঠে এলেও, আজকের প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে টাইগাররা এখন দশম স্থানে।

৮ দিন আগে

কোন ভিটামিনের অভাবে ত্বকের ক্যান্সার হতে পারে?

কিছু ভিটামিনের ঘাটতিও এই রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ভিটামিন ডি-এর অভাব ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে ত্বকের কোষে অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া ভিটামিন এ, সি ও ই-এর অভাবও ত্বকের সুস্থতা নষ্ট করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকিতে ভূমিকা রাখে

১০ দিন আগে

পূর্ব তিমুরের জালে বাংলাদেশের মেয়েদের ৮ গোল

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে লাওসে বাছাইপর্ব খেলছে আফঈদা-সাগরিকারা। সেখানেই তারা ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তিমুর লেস্তে তথা পূর্ব তিমুরের।

১১ দিন আগে