প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে আগামী ২৬ আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার উপস্থিতিতেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেখানে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হবে।
এর আগে চলতি মাসের শেষ সপ্তাহে একই সেবা চালু হবে জাপানেও। নির্বাচন কমিশনের এনআইডি উইং বলছে, এরই মধ্যে জাপানের টোকিও এবং কানাডার টরন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন থেকে শুরু করে প্রশিক্ষণের কাজও শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানের আটটি দেশের ১৫টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সিইসি। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।
নতুন করে কানাডা ও জাপানে এনডিআই সেবা চালু হলে ১০ দেশের প্রবাসী বাংলাদেশিরা মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এরই মধ্যে জাপানে গেছেন। সফরসূচি অনুযায়ী ১৯ আগস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন তিনি। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশে রওয়ানা দেবেন। ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন তিনি। তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
এই সফরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভা করবেন সিইসি। পরে সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন। সেখানে গত ১০ অগাস্ট থেকে কারিগরি টিম কাজ করছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা যায়, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাতটি দেশ থেকে মোট ৪৫ হাজার ১৮৪ জন এনআইডির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে তিন হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় ২১ হাজার ৮৮৯টি আবেদনের তদন্ত চলছে।
এ পর্যন্ত প্রবাসে ১১ হাজারেরও বেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।
২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলে ওই সময়ই প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়া ও ভোটার করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। পরে কোভিড-১৯ মহামারির কারণে সে উদ্যোগ বন্ধ হয়ে যায়।
প্রায় চার বছর পর ফের সে কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের জুলাইয়ে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতন ঘটলে ফের সে কার্যক্রম থমকে যায়। পরে এ এম এম নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর ফের প্রবাসীদের এনআইডি দেওয়ার কাজ শুরু হয়। এবার তাদের ভোটার বানিয়ে জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়ার কাজ চলছে।
প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে আগামী ২৬ আগস্ট কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার উপস্থিতিতেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেখানে বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হবে।
এর আগে চলতি মাসের শেষ সপ্তাহে একই সেবা চালু হবে জাপানেও। নির্বাচন কমিশনের এনআইডি উইং বলছে, এরই মধ্যে জাপানের টোকিও এবং কানাডার টরন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন থেকে শুরু করে প্রশিক্ষণের কাজও শেষ হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রম উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
বর্তমানের আটটি দেশের ১৫টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সিইসি। দেশগুলো হলো— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।
নতুন করে কানাডা ও জাপানে এনডিআই সেবা চালু হলে ১০ দেশের প্রবাসী বাংলাদেশিরা মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এরই মধ্যে জাপানে গেছেন। সফরসূচি অনুযায়ী ১৯ আগস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন তিনি। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে জানানো হয়েছে, আগামী ২৬ আগস্ট সিইসি কানাডার উদ্দেশে রওয়ানা দেবেন। ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন তিনি। তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির।
এই সফরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভা করবেন সিইসি। পরে সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন। সেখানে গত ১০ অগাস্ট থেকে কারিগরি টিম কাজ করছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ সূত্রে জানা যায়, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাতটি দেশ থেকে মোট ৪৫ হাজার ১৮৪ জন এনআইডির জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে তিন হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় ২১ হাজার ৮৮৯টি আবেদনের তদন্ত চলছে।
এ পর্যন্ত প্রবাসে ১১ হাজারেরও বেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।
২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলে ওই সময়ই প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে এনআইডি দেওয়া ও ভোটার করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। পরে কোভিড-১৯ মহামারির কারণে সে উদ্যোগ বন্ধ হয়ে যায়।
প্রায় চার বছর পর ফের সে কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের জুলাইয়ে। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী সরকারের পতন ঘটলে ফের সে কার্যক্রম থমকে যায়। পরে এ এম এম নাসির উদ্দিন কমিশন দায়িত্ব নেওয়ার পর ফের প্রবাসীদের এনআইডি দেওয়ার কাজ শুরু হয়। এবার তাদের ভোটার বানিয়ে জাতীয় নির্বাচনে ভোট প্রয়োগের সুযোগ করে দেওয়ার কাজ চলছে।
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে যৌথ ঘোষণায় সই করেছে ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ। এ যৌথ ঘোষণায় নীতি প্রণয়নে অসংক্রামক রোগ মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়াসহ পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছে সরকারি দপ্তরগুলো।
৪ ঘণ্টা আগেছাত্র সংসদে ভিপি (সহ-সভাপতি) পদে আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানভীর বারী হামিম, এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে তানভীর আল হাদি মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৫ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই 'সংঘাত' এর সমাধান করা 'কঠিন একটি কাজ'। তিনি এটিও স্বীকার করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট সম্ভবত সংঘাতের ইতি টানতে আগ্রহী নন।
৫ ঘণ্টা আগেপৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিনদিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক, ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময়।
৬ ঘণ্টা আগে